‘কৌন বনেগা ক্রোড়পতি’- র হটসিটে অমিতাভ, টিভির সামনে থেকে নাকি সরতে পারেন না রেখা?

‘কৌন বনেগা ক্রোড়পতি’- র হটসিটে অমিতাভ, টিভির সামনে থেকে নাকি সরতে পারেন না রেখা?

কলকাতা: পুরোনো প্রেম আবার উঁকি দিল অ্যালবামের পাতা থেকে। মনে করিয়ে দিল, ‘ইয়ে সিলসিলা হ্যায় সালো কা’। অমিতাভ আর রেখার সম্পর্কের জল্পনা ধোঁয়া তুলে উত্তাপ ছড়িয়ে দিল শীতের শহরে। আর সেই উত্তাপেই হাত সেঁকলেন গুঞ্জনের কারবারীরা।

কানে কানে ফিসফাস…। সম্প্রতি কপিল শর্মার নেটফ্লিক্স শো-তে অতিথি হয়ে গিয়েছিলেন রেখা। সেখানেই অমিতাভ বচ্চনের গলা নকল করে রেখাকে প্রশ্ন করেন কপিল। তারপর ‘কৌন বনেগা ক্রোড়পতি’- র একটি বিশেষ এপিসোডের প্রসঙ্গ তুলে কপিল বলেন, তিনি যখন অমিতাভ বচ্চনের সামনে হটসিটে গিয়ে বসেছিলেন, তখন তাঁর মাকে অমিতাভ বচ্চন মজা করে প্রশ্ন করেছিলেন যে তিনি কী খেয়ে কপিলকে জন্ম দিয়েছিলেন? কপিল এরপরের অংশটুকু দর্শকদের শোনানোর আগেই, মাঝপথে কপিলকে থামিয়ে রেখা উত্তরটা দিয়ে দেন। রেখা বলেন, কপিলের মায়ের উত্তর ছিল – ‘ডাল রোটি’। রেখার জবাব শুনে কপিল তো অবাক! তাঁকে এমন বিস্মিত হতে দেখে, রেখা অনর্গল বলতে থাকেন, কৌন বনেগা ক্রোড়পতির প্রতি
তাঁর ভালবাসার কথা। অমিতাভ বচ্চনের শোয়ের প্রতিটি এপিসোড রেখা এতই তন্ময় হয়ে দেখেন যে প্রতিটি সংলাপ তাঁর মনে রয়ে যায়। কৌন বনেগা ক্রোড়পতি চলার সময় তিনি টিভির স্ক্রিনের সামনে থেকে সরতেও পারেন না।
অমিতাভ বচ্চনের শোয়ের প্রতি রেখা তাঁর অনুরাগের কথা অকপটে স্বীকার করতেই তাঁদের পুরোনো প্রেমের মুচমুচে গল্প আবার টক অফ দ্য টাউন হয়ে উঠেছে।

সাত আর আটের দশক মিলিয়ে ৯টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে একসময় পাতার পর পাতা লেখা হয়েছিল সংবাদমাধ্যমে। তবে প্রকাশ্যে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি অমিতাভ-রেখা। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সাহসীভাবেই রেখা আকারে ইঙ্গিতে জানিয়েছিলেন অমিতাভ বচ্চন সম্পর্কে তাঁর অনুরাগের কথা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে সঞ্চালককে অন্য একটা বিষয় নিয়ে বলতে শোনা গিয়েছিল, ‘একজন বিবাহিত পুরুষকে কীভাবে কেউ এতটা ভালবাসতে পারে?’ রেখা হঠাৎ সঞ্চালককে থামিয়ে দিয়ে মাইক নিয়ে বলেন, ‘আমায় প্রশ্ন করো না…’ রেখার মুখে এই কথা শুনেই চিৎকার, উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা মঞ্চ। এমনকি অবাক হয়ে যান বাকি বিচারকরাও। সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে রেখা বলে ওঠেন ‘কী হয়েছে? আমি তো কিছু বলিনি’। এই ঘটনায় ফের চিৎকার। এমনভাবেই বারে বারেই অমিতাভ সম্পর্কে রেখা নিজের অনুরাগের কথা প্রকাশ করে এসেছেন।

(Feed Source: abplive.com)