Cold Wave Alert: হাড় কাঁপানো শীতের অনুভূতি হচ্ছে দক্ষিণে , ১০ ডিগ্রির নিচে একাধিক জায়গার তাপমাত্রা
পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়া : তীব্র শীতের দাপট চলছে দক্ষিণবঙ্গে। পুরুলিয়া জেলায় তাপমাত্রার পারদ এক ঝটকা অনেকটা কমে গিয়েছে। রীতিমতো হাঁড় কাপানো শীতের অনুভূতি হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তে কুয়াশার দাপট রয়েছে। এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পর থাকতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। জাঁকিয়ে শীত পড়েছে জেলায়। সকাল থেকে রাত পর্যন্ত আগুন পোহাতে দেখা যাচ্ছে জেলাবাসীদের।
হুড়মুড়িয়ে তাপমাত্রার পারদ কমছে দক্ষিণবঙ্গে। শৈত্য প্রবাহের সর্তকতা জারি রয়েছে পুরুলিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে শৈত্যপ্রবাহ। তাই আগে থেকেই শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায়।শীতের দাপট ক্রমশই বেড়ে চলেছে দক্ষিণের জেলাগুলিতে। হাড় কাঁপানো শীতে কাবু দক্ষিণবঙ্গ। দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার তাপমাত্রা একধাক্কায় ৩–৪ ডিগ্রি পর্যন্ত নেমে যাবে।
দক্ষিণের জেলাগুলির পাশাপাশি রীতিমতো পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কমছে। দার্জিলিং-কালিম্পং-জলপাইগুড়িতে হু হু করে নামছে তাপমাত্রা। তীব্র শীতে জুবুথুবু অবস্থা হয়ে গিয়েছে উত্তরবঙ্গবাসীদের।
কখনও রোদ কখনও বৃষ্টি আবার কখনও তীব্র শীতের দাপট। আবহাওয়ার খামখেয়ালি যেন বন্ধ হচ্ছে না। শীতের দাপট বেড়েই চলেছে দক্ষিণে। জেলা পুরুলিয়ায় শীত বাড়ছে রোজই। শৈতপ্রবাহের সর্তকতা জারি রয়েছে জেলায়। হাঁড় কাপানো শীতের অনুভূতি হচ্ছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
(Feed Source: news18.com)