Mohammed Shami: ফিটনেস সমস্যা। অস্ট্রেলিয়ার যাচ্ছেন না শামি। এমনকি বাংলার হয়ে বিজয় হাজারে টুর্নামেন্টের প্রথম ম্যাচেও নেই মহম্মদ শামি।
কলকাতা: ফিটনেস সমস্যা। অস্ট্রেলিয়ার যাচ্ছেন না শামি। এমনকি বাংলার হয়ে বিজয় হাজারে টুর্নামেন্টের প্রথম ম্যাচেও নেই মহম্মদ শামি। দিল্লির বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় সুপারস্টারকে পাবে না। সূত্রের খবর, বোর্ডের ফিজিও নীতিন প্যাটেল ইতিমধ্যে বাংলা দলকে জানিয়ে দিয়েছে।
সামির হাঁটুতে সমস্যা রয়েছে বলে খবর। হাঁটুতে জল জমেছে বলে শোনা যাচ্ছে। বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খেলার পর ফের এনসিএ-তে ফিরেছিলেন সামি। আপাতত সেখানেই রিহ্যাব করছেন তারকা পেসার।
এর মাঝেই বিজয় হাজারের দলে সামিকে রেখে স্কোয়াড ঘোষণা করেছিল সিএবি। আগামী শনিবার থেকে বিজয় হাজারেতে অভিযান শুরু করছে বাংলা। ২১ ডিসেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি। কিন্তু সেই ম্যাচে শামির নেই। এনসিএ থেকে খেলার ছাড়পত্র পাওয়া যায়নি বলে শামি এখনও হায়দরাবাদে বাংলা দলের সঙ্গে যোগ দিতে পারেননি। তবে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ থেকে সামিকে পাওয়া যাবে কিনা তা নিয়ে নিশ্চিত করে কোনও খবর নেই।
যেহেতু বাংলার দ্বিতীয় ম্যাচের আগে পাঁচ দিনের সময় রয়েছে সেই কারণে টিম ম্যানেজমেন্ট আশাবাদী সামিকে দ্বিতীয় ম্যাচ থেকে দলে পাওয়া যাবে। তবে তার আগে প্রয়োজন ন্যাশনাল ক্রিকেট একাডেমীর ছাড়পত্র। হাঁটু অস্ত্রোপচারের পরেও ফুলে যাওয়া আর জল জমে যাওয়ার সমস্যায় বারবার ভুগতে হচ্ছে ভারতীয় সুপারস্টারকে। টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে বাংলার প্রতিপক্ষ ত্রিপুরা।
সামি শেষবার ভারতের হয়ে খেলেছেন গতবছর ওয়ানডে বিশ্বকাপ। এর পর চোট সারাতে হওয়া অস্ত্রোপচারের ধাক্কা সামলে উঠে বাংলার হয়ে রনজি ট্রফি খেলেন শামি। সেখানে ভাল বল করার পর থেকেই তাঁর অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত সেই ডাক আসেনি। এবার আবার চোট সমস্যা সামনে এলো।