ঠিক যেন জাহির খান! খালি পায়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর বোলিং দেখে মুগ্ধ সচিন

ঠিক যেন জাহির খান! খালি পায়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর বোলিং দেখে মুগ্ধ সচিন

জয়পুর: পরনে স্কুলের পোশাক – সালোয়ার ও কামিজ। খালি পা। প্রত্যন্ত গ্রামের এক বালিকা। সুশীলা মিনা (Sushila Meena)। তবে শুক্রবার থেকে সেই হইচই ফেলে দিয়েছে। যাকে দেখে মুগ্ধ ক্রিকেট মাঠের কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

কী করেছে সুশীলা? হাতে ক্যাম্বিস বল। খালি পায়ে তার বোলিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং মাস্টার ব্লাস্টার। তার বোলিং অ্যাকশনের সঙ্গে ভারতের এক বিখ্যাত বাঁহাতি পেসারের মিল খুঁজে পেয়েছেন সচিন।

সুশীলার সঙ্গে জাহির খানের (Zaheer Khan) বোলিং অ্যাকশনের সাদৃশ্য পেয়েছেন সচিন। শুক্রবার সুশীলার বোলিংয়ের ভিডিও পোস্ট করেছেন কিংবদন্তি ক্রিকেটার নিজেই। জানা গিয়েছে, রাজস্থানের এক প্রত্যন্ত গ্রামে বাড়ি সুশীলার। ক্রিকেট মাঠে নিজেকে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বালিকা।

জাহিরের মতোই বাঁ হাতে পেস বোলিং করে সুশীলা। খালি পায়ে তার বোলিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যে ভিডিও দেখে ক্রিকেটের প্রতি সুশীলার আবেগ টের পেয়েছেন সকলেই। সচিনের নজরে পড়েছে জাহিরের সঙ্গে সুশীলার বোলিং অ্যাকশনের মিল। ডেলিভারি তো বটেই, এমনকী, বল ছাড়ার আগের মুহূর্তে সুশীলার লাফও মনে পড়াচ্ছে জাহিরকে। স্লো মোশনে ভিডিওটি এডিট করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন সচিন। সঙ্গে ট্যাগ করেছেন জাহির খানকেও।

সচিন লিখেছেন, ‘মসৃণ, সাবলীল, দেখে দুর্দান্ত লাগছে। সুশীলা মিনার বোলিং অ্যাকশনে তোমার ছায়া রয়েছে জাহির। তুমি কি দেখতে পাচ্ছো?’

জাহিরও সেই ভিডিও শেয়ার করেছেন। সচিনকে উত্তরও দিয়েছেন। সচিনের উদ্দেশে জাহির লিখেছেন, ‘তুমি একেবারে ঠিক বলেছো। আমি পুরোপুরি সহমত। ওর অ্যাকশন এত মসৃণ আর দেখে এত ভাল লাগছে। মেয়েটি এখনই ভীষণ প্রতিশ্রুতি দেখাচ্ছে।’

জানা গিয়েছে, ভিডিওটি প্রথমে ইনস্টাগ্রামে পোস্ট করেন ঈশ্বর আমলিয়া নামের এক ব্যক্তি। যিনি সুশীলার কোচ। তারপর থেকেই সেই ভিডিও ভাইরাল। লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। সুশীলার প্রশংসায় পঞ্চমুখ সকলে। পঞ্চম শ্রেণির ছাত্রী সুশীলা। তাকে দেখেই অনেকের মন্তব্য, ভারতে কত প্রতিভা আছে সেটা এই ভিডিও দেখলেই বোঝা যায়।

(Feed Source: abplive.com)