আইপিএলে দলের জঘন্য পারফরম্যান্স, লখনউ শিবির থেকে ছেঁটে ফেলা হচ্ছে বিশ্বজয়ী জাহিরকে?
লখনউ: নিলাম থেকে সবচেয়ে দামি ক্রিকেটারকে দলে নিয়েছিল তারা। মেন্টর হিসেবে আনা হয়েছিল বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় পেসারকে। কিন্তু ফল ভাল হয়নি। গত আইপিএলে ১৪ ম্যাচে মাত্র ৬টি জয় ঝুলিতে পুরেছিল। সাত নম্বর স্থানে পয়েন্ট টেবিলে এবার শেষ করেছিল ঋষভ পন্থের দল। দলের এমন পারফরম্য়ান্সের পর এবার হয়ত নিজের চাকরি হারাতে চলেছেন জাহির খান। মেন্টর হিসেবে আইপিএল শুরুর আগেই লখনউ শিবিরের সঙ্গে যুক্ত হয়েছিলেন। কিন্তু টুর্নামেন্ট শেষ হতেই মোহভঙ্গ হতে হল। ক্রিকবাজ সূত্রে খবর, জাহিরের চুক্তি বাড়ানোর বিষয়ে আর ভাবছে…




