ঠিক যেন জাহির খান! খালি পায়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর বোলিং দেখে মুগ্ধ সচিন
জয়পুর: পরনে স্কুলের পোশাক – সালোয়ার ও কামিজ। খালি পা। প্রত্যন্ত গ্রামের এক বালিকা। সুশীলা মিনা (Sushila Meena)। তবে শুক্রবার থেকে সেই হইচই ফেলে দিয়েছে। যাকে দেখে মুগ্ধ ক্রিকেট মাঠের কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। কী করেছে সুশীলা? হাতে ক্যাম্বিস বল। খালি পায়ে তার বোলিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং মাস্টার ব্লাস্টার। তার বোলিং অ্যাকশনের সঙ্গে ভারতের এক বিখ্যাত বাঁহাতি পেসারের মিল খুঁজে পেয়েছেন সচিন। সুশীলার সঙ্গে জাহির খানের (Zaheer Khan) বোলিং অ্যাকশনের সাদৃশ্য পেয়েছেন সচিন। শুক্রবার সুশীলার…