”যোগই সমাজে ও বিশ্বে শান্তি বয়ে আনবে”, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা নরেন্দ্র মোদির

”যোগই সমাজে ও বিশ্বে শান্তি বয়ে আনবে”, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা নরেন্দ্র মোদির

কর্ণাটক: যোগব্যায়াম শুধু আর জীবনের অংশ নয়,  জীবনযাপনে একটি উপায় হয়ে উঠছে, কর্ণাটকের (Karnatak) মহীশূরে যোগ দিবস উদযাপনের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। মহীশূর প্রাসাদের মাঠে অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ নানা সমস্যা সমাধান করে এবং অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসে। “যোগ আমাদের সমাজে শান্তি আনে। যোগ আমাদের জাতি এবং বিশ্বে শান্তি আনে। এবং যোগ আমাদের মহাবিশ্বে শান্তি আনে,” বলেন মোদি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ”আমরা যতই চাপযুক্ত পরিবেশে থাকি না কেন, কয়েক মিনিটের যোগ আমাদের মনকে স্থির করে। তাই যোগব্যায়ামকে আমাদের অতিরিক্ত কাজ মনে করা উচিত নয়। আমাদের যোগব্যায়াম জানতে হবে এবং যোগব্যায়াম করতে হবে এবং এটিকে আমাদের প্রতিদিনের জীবনের অঙ্গ হিসেবে দেখতে হবে।”

আজ দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। মহীশূর প্যালেস গ্রাউন্ডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের থিম, মানবতার জন্য যোগাভ্যাস। মহীশূর প্যালেস গ্রাউন্ডে ১৫ হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যোগই বিশ্বজুড়ে শান্তি আনতে পারে। আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বব্যাপী উত্সবে পরিণত হয়েছে। ২ বছর বিশ্বজুড়ে কঠিন সময় গিয়েছে। তারপরও যোগ নিয়ে উত্সাহ তুঙ্গে। মহীশূর প্যালেসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।

এদিন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে দেশের ৭৫টি ঐতিহাসিক স্থানে যোগাভ্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। দিল্লির লোটাস টেম্পলে এস জয়শঙ্কর, যন্তর মন্তরে নির্মলা সীতারমণ, নাগপুরে নিতিন গডকড়ী, জয়সলমীরে গজেন্দ্র শেখাওয়াত, এছাড়াও দিল্লিতে রবিশঙ্কর প্রসাদ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। সিকিম ও উত্তরাখণ্ডে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন ITBP জওয়ানরা।

(Source: abplive.com)