‘যোগ কপিরাইটমুক্ত’, রাষ্ট্রসংঘের সদর দফতরে শতাধিক দেশের মানুষকে নেতৃত্ব মোদির
নিউ ইয়র্ক : আমেরিকা সফরের দ্বিতীয় দিনে যোগের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day) নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের বিল্ডিংয়ে আয়োজিত হয় অনুষ্ঠানটি। এই অনুষ্ঠান শেষে তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখান থেকে সরকারিভাবে তাঁর সফর শুরু হবে। রাষ্ট্রসংঘের বিল্ডিংয়ের উত্তর লনে আয়োজিত যোগ-এর অনুষ্ঠানে যোগ দেন বিজ্ঞান, কলা, বিনোদন জগতের মানুষরা। ছিলেন কূটনীতিক, শিক্ষাবিদ, প্রযুক্ত ক্ষেত্রের মানুষজন ও রাজনৈতিক নেতারা। সেই তালিকায় ছিলেন নিউ ইয়র্কের মেয়র। তিনবারের গ্র্যামিজয়ী রিকি কেজ, সংগীত জগত থেকে ফাল্গুনি…