নয়াদিল্লি: ভারতীয় সংস্কৃতির অংশ যোগব্যায়াম (Yoga)। একাধিক উপকারের জন্য ইতিমধ্যেই বিশ্বমঞ্চে সমাদৃত ভারতীয় যোগ। যোগাভ্যাসকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ভারত সরকার। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মূলত ভারতীয় দূতাবাসের উদ্যোগে বিভিন্ন দেশে আয়োজন করা হয় যোগ শিবিরের। একই ছবিব দেখা গিয়েছে আমেরিকাতেও (USA)। ভারতীয় দূতাবাসের উদ্য়োগে শনিবার ওয়াশিংটনে (Washington) আয়োজন করা হয়েছে যোগ শিবিরের। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উদযাপনের জন্য়ই এমন উদ্যোগ। ওয়াশিংটন মনুমেন্টে এই শিবির আয়োজন করা হয়েছিল।
উপস্থিত কারা:
সেদেশে থাকা ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভুতদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্র থেকে ইচ্ছুকরা যোগ দিয়েছিলেন এই শিবিরে। আমেরিকার প্রশাসন, রাজনীতিবিদ, শিল্প জগৎ, সংবাদমাধ্যম জগৎ থেকেও যোগ দিয়েছিলেন অনেকে। অনুষ্ঠানে উপস্থিত US National Science Foundation-এর ডিরেক্টর সেথুরামান পঞ্চনাথন (Dr Sethuraman Panchanathan) বলেন, ‘ভারতের তরফে বিশ্বকে সবচেয়ে বড় উপহার হল যোগব্যায়াম।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিত সিং সান্ধু (Taranjit Singh Sandhu)। তিনি বলেন, ‘শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক ভাবে সুস্থ থাকার জন্য যোগ জরুরি।’ কোভিড-পরবর্তী সময়ে যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা আরও বেড়েছে বলে জানান তিনি।
আমেরিকায় নিউইয়র্ক (New York), শিকাগো (Chicago), হাউস্টন, আটলান্টা এবং সান ফ্রান্সিসকোর (San Francisco) ভারতীয় দূতাবাসের তরফেও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
Celebrating the oneness of body, mind & the universe!#InternationalDayOfYoga2022 was celebrated with the enthusiastic participation of 🇮🇳🇺🇸Friends of Yoga, Diplomatic Corps & Indian Diaspora at the iconic #Washington Monument🇺🇸#YogaforHumanity #AzadiKaAmritMahotsav pic.twitter.com/YT5voRUGn8
— India in USA (@IndianEmbassyUS) June 18, 2022
কোথায় কোথায় অনুষ্ঠান:
নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে। সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ন্যাশনাল পার্ক, আটলান্টার নিউটাউন পার্ক, শিকাগোর গ্রান্ট পার্ক, ডালাসের মহাত্মা গান্ধী মেমোরিয়াল, হাউস্টনের ডিসকভারিরে গ্রিনে অনুষ্ঠানের আয়োজন হয়েছে।
(Source: abplive.com)