ওয়াশিংটনের বুকে যোগ শিবির, উদ্যোক্তা ভারতীয় দূতাবাস
নয়াদিল্লি: ভারতীয় সংস্কৃতির অংশ যোগব্যায়াম (Yoga)। একাধিক উপকারের জন্য ইতিমধ্যেই বিশ্বমঞ্চে সমাদৃত ভারতীয় যোগ। যোগাভ্যাসকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ভারত সরকার। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মূলত ভারতীয় দূতাবাসের উদ্যোগে বিভিন্ন দেশে আয়োজন করা হয় যোগ শিবিরের। একই ছবিব দেখা গিয়েছে আমেরিকাতেও (USA)। ভারতীয় দূতাবাসের উদ্য়োগে শনিবার ওয়াশিংটনে (Washington) আয়োজন করা হয়েছে যোগ শিবিরের। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উদযাপনের জন্য়ই এমন উদ্যোগ। ওয়াশিংটন মনুমেন্টে এই শিবির আয়োজন করা হয়েছিল। উপস্থিত কারা: সেদেশে থাকা…