কলকাতা: প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো নিয়ে সংঘাতে বিজেপি ও তৃণমূল। রাজ্য বিজেপি সভাপতি সোশাল মিডিয়ায় এই দুটি ট্যাবলোর ছবি পোস্ট করে লিখেছেন, এ হল নতুন বোতলে পুরনো মদ। ২০২১-এও দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্য সরকারের ট্যাবলোয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২০২৫-এও তাই। সেই সঙ্গে সুকান্ত মজুমদার লিখেছেন, রাজ্যে শিল্পায়নের অভাব, আইন-শৃঙ্খলা রসাতলে গেছে। জাতীয় মঞ্চে এই পাইয়ে দেওয়ার রাজনীতি ছাড়া আরও কিছু তো প্রত্যাশা করা যেতে পারে। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্যের ট্যাবলোয় ফের লক্ষ্মীর ভাণ্ডার ! একুশের ছবিই ফিরল ২০২৫-এও ?
তৃতীয়বারের মত সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবার রাজ্যের লক্ষ্য ‘শিল্প।’ যদিও বিধানসভা ভোটের পর, লোকসভা ভোটে এক অন্য সমীকরণই ধরা পড়ে। লোকসভা ভোটের প্রচারে এসে বিরোধী দলের শীর্ষ নের্তৃত্বের মুখে শোনা যায়, লক্ষ্মীর ভাণ্ডারের কথা। যে ভোট জিতলে তৃণমূল সরকারের থেকে অনেক বেশি টাকা দেবে বিরোধী দলের সরকার। কিন্তু চব্বিশের ভোটের পর যাবতীয় সমীক্ষাকে কুপোকাৎ করে বাংলায় ওঠে ফের সবুজ ঝড়। ভোট বিশ্লেষণের আলোয় এসে পড়ে ‘লক্ষ্মীর ভাণ্ডার।’ এখানেই শেষ নয়, মহারাষ্ট্রে বিরোধী জোটে ইস্তেহারে মহিলাদের ৩ হাজার টাকা ভাতা ঘোষণা করা হয়েছে। নাম দেওয়া হয়েছে মহালক্ষ্মী যোজনা।’
এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
অপরদিকে, দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে কড়া নিরাপত্তা। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কর্তব্যপথে কুচকাওয়াজ শুরু হয়েছে সকাল সাড়ে ১০টা থেকে। ২১ বার তোপধ্বনির মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করলেন। আকাশপথে পুষ্পবৃষ্টি বায়ুসেনার MI-17 কপ্টারের। এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো।
কর্তব্যপথে প্রদর্শিত হবে ৩১টি ট্যাবলো
২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম হল ‘স্বর্ণিম ভারত, ঐতিহ্য ও উন্নয়ন’। কর্তব্যপথে প্রদর্শিত হবে ৩১টি ট্যাবলো। এবারের প্রজাতন্ত্র দিবসে সামরিক শক্তি প্রদর্শন করবে ‘ব্রহ্মোস‘, ‘পিনাক‘ মিসাইল। DRDO-র তৈরি ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এই প্রথমবার কুচকাওয়াজে প্রদর্শিত হবে। আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় ১০ হাজার।
(Feed Source: abplive.com)