
Health Care: ভুলেও নোংরা টয়লেট ব্যবহার করবেন না! এই সব কাজ একেবারেই নয়! না হলেই শরীরের চরম ক্ষতি হতে পারে! জানুন
বাড়ির হোক বা পাবলিক টয়লেট নোংরা থাকলে হতে পারে ভয়াবহ ক্ষতি! আপনি হয়ত অনেকক্ষণ টয়লেটে আছেন। বা হাত দিয়ে টয়লেট সিট তুলছেন বা নামাচ্ছেন! বুঝতেও পারছেন না আপনার শরীরের কী ভয়ানক ক্ষতি হতে চলে এতে!
নোংরা টয়লেটে জার্ম বা ভাইরাস সব সময় থেকে যায়! ভাল করে পরিষ্কার না করলে ক্ষতি হতে পারে শরীরের। যেই আপনি এই টয়লেট ব্যবহার করবেন আপনার শরীরে মুহূর্তের মধ্যে প্রবেশ করবে ভয়ানক ক্ষতিকর ভাইরাস।
আর এর ফলে বেশ কিছু কঠিন রোগ হতে পারে আপনার। বেড়াতে গেলে বেশিরভাগ সময় আমাদের পাবলিক টয়লেট ব্যবহার করতে হয়। আর মূত্র ত্যাগের সময় ভয়াবহ ভাইরাস প্রবেশ করে শরীরে। এক জিনিস বাড়ির নোংরা টয়লেট থেকেও হতে পারে!
সাধারণত মহিলারা এই টয়লেট বাহিত ভাইরাসে আক্রান্ত হন বেশি। তবে পুরুষরাও বাদ যান না। মূত্রনালির মাধ্যমে শরীরে প্রবেশ করে জার্ম বা ভাইরাস! আর তারপরেই পেটে শুরু হতে পারে ভয়ানক ব্যথা। ব্লাডারের ক্ষতি হতে পারে। এমনকি এই ভাইরাস ক্ষতি করে দিতে পারে কিডনিরও!
বিশেষ করে মহিলাদের গোপনাঙ্গে শুরু হয় ইনফেকশন। পুরুষদেরও এই ইনফেকশন হয়। মহিলাদের দুর্গন্ধ-যুক্ত সাদা-স্রাব হতে পারে! ব্রণ, চুলকানি হতে পারে। তারপরেই শুরু হবে পেট ব্যথা! আর এই জন্য সবসময় টয়লেট পরিষ্কার থাকা বাধ্যতা মূলক!
পাবলিক টয়লেট থেকে ছড়াতে পারে এসটিডি (sexually transmitted diseases)! এমনটাই উঠে এসেছে গবেষণায়! বহু মানুষ পাবলিক টয়লেট ব্যবহার করেন। আর যদি কোমড হয় তবে সরাসরি টয়লেট সিট শরীরের স্পর্শে আসে। আর সেখান থেকেই শরীরে আসতে পারে এই অসুখ। তাই চেষ্টা করতে হবে পাবলিক টয়লেটের কোমডের বদলে ইন্ডিয়ান স্টাইল টয়লেট ব্যবহার করার। যতটা সম্ভব কোমডের সিটে না বসার চেষ্টা করতে হবে!
পুরুষদের প্রস্টেডের ব্যথা হতে পারে! ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে প্রস্টেড গ্লান্ডে ইনফেকশন হতে পারে! এর ফলে জ্বর পর্যন্ত আসতে পারে! তাই যখন টয়লেট সিটে বসবেন তার আগে ভাল করে ইনফেকশন রোধক স্প্রে ব্যবহার করুন। শুকনো ট্যিসু পেপার দিয়ে টয়লেট সিট দুপাশেই ভাল করে মুছে নিন! তাই বাড়ির হোক বা পবলিক টয়লেট যেন নোংরা না থাকে!
(Feed Source: news18.com)
