
Travel: ৪০ বছর আগে বোলপুরের অদূরে রায়পুর রাজবাড়িতে “Khandhar” সিনেমার শ্যুটিং করেছিলেন মৃণাল সেন! জানুন কী ভাবে যাবেন, কোথায় থাকবেনবীরভূম: বীরভূমের বোলপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে রায়পুর জমিদার বাড়ি। সেই বাড়িতে একসময় বহু সিনেমার শুটিং হয়েছে তার মধ্যে অন্যতম মৃণাল সেনের “Khandhar” সিনেমা। সময়টা তখন ১৯৮৪ সাল আজ থেকে প্রায় ৪০ বছর আগে বোলপুরের অদূরে রায়পুর রাজবাড়িতে খণ্ডহর ছবির শ্যুটিং করেছিলেন বিখ্যাত চিত্রনাট্য পরিচালক মৃণাল সেন।
বোলপুরের রায়পুর রাজবাড়িতে নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমিদের নিয়ে খণ্ডহর চলচ্চিত্রের শ্যুটিং করেছিলেন প্রখ্যাত পরিচালক মৃণাল সেন।জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে প্রত্যেকবছর তাঁরই দুষ্প্রাপ্য ২৬টি ছবির প্রচারপত্রের প্রতিলিপি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয় বোলপুরের অদূরে রায়পুর গ্রামে।পাশাপাশি খণ্ডহর ছবিটিও দেখানো হয়।রায়পুর যুব সংঘ ও জীবনস্মৃতি আর্কাইভের যৌথ উদ্যোগে পুরনো স্মৃতি ফিরে পান গ্রামের প্রবীণরা।
প্রত্যেকদিন বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে কয়েক হাজার পর্যটকদের সমাগম ঘটে।হাতে দু’দিনের ছুটি।কাছেপিঠে ঘুরতে যেতে মন চাই? দিঘা-মন্দিরমণি নিয়ে মন ভরে গেলে, বাঙালি যায় শান্তিনিকেতন। রবি ঠাকুরের টানে শুধু নয়। সোনাঝুড়ির হাট, শিল্পী গ্রাম, খোপাইয়ের পাড়, কংকালীতলা মন্দির এসব দেখতে বাঙালি বেশি ভিড় করে বোলপুরে। তবে এইসবের বাইরেও যে এই রাজবাড়ি রয়েছে সে সম্বন্ধে অনেকেই জানেন না।এই পরিত্যক্ত রাজবাড়ি আপনার শান্তিনিকেতন ট্রিপের অংশ হয়ে উঠতে পারে।
তবে এবার প্রশ্ন কীভাবে পৌঁছাবেন এই রাজবাড়ি! বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে যে কোনও টোটো এর মধ্যে চেপে বলুন রায়পুর রাজবাড়ি যাবো। তাহলে মাত্র কিছু টাকার বিনিময়ে আপনি সোজা পৌঁছে যেতে পারবেন এই রাজবাড়ি।এক সময় অজয় নদীর তীরে ছিল আদমপুর।বন্যায় ভেসে যায় পুরো গ্রাম।নতুন বসতি গড়ে ওঠে আদমপুরের উত্তর দিকে।তৎকালীন জমিদার ছিল রায়চৌধুরীরা।সেখান থেকেই গ্রামের নাম হয়ে যায় রায়পুর বা রাইপুর।তাই এবার বোলপুর গেলে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে।
সৌভিক রায়
(Feed Source: news18.com)