Bengal Education: দৃষ্টিহীনদের জন্য বিশেষ ‘লেখাপড়া’, গাছের পাতা চেনার উপায় বের করে চর্চায় বিশ্বভারতী
Bengal Education: দৃষ্টিহীনরা চিনতে পারবেন যে কোনও গাছের পাতা, কীভাবে সম্ভব? বাংলার ছাত্রের গবেষণায় চমক। প্রতিকী চিত্র বীরভূম: দৃষ্টিহীন ব্যক্তিরা নানান সময় নানার সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। অনেক সময় অনেক কিছু বুঝতে পারেন না তারা। আর সেই কারণেই পিছিয়ে যাচ্ছেন দৃষ্টিহীন মানুষেরা। তবে তাদের কথা চিন্তা করে এবার এক অনন্য উপায় খুঁজে বের করলেন এক যুবক। যাতে দৃষ্টিহীন মানুষজন গাছগাছালির সঙ্গে পরিচিত হতে পারেন, সেই উপায় বের করলেন বিশ্বভারতীর এক ছাত্র। ব্রেইল পদ্ধতিতে গাছের পাতার নাম, আকার, ঘ্রাণ প্রভৃতি…