আজই লিগ শিল্ড জিততে পারে মোহনবাগান! গোয়ার ম্যাচ ড্র হলেই কি চ্যাম্পিয়ন? রইল অঙ্ক

আজই লিগ শিল্ড জিততে পারে মোহনবাগান! গোয়ার ম্যাচ ড্র হলেই কি চ্যাম্পিয়ন? রইল অঙ্ক

মোহনবাগান সুপার জায়ান্টের সামনে ইতিহাস গড়ার সুযোগ। তবে সেটা রবিবার হবে নাকি শনিবারই হয়ে যাবে সে বিষয় নিয়ে ভক্তদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। আসলে আর মাত্র একটি জয় পেলেই মোহনবাগান সুপার জায়ান্ট টানা দ্বিতীয়বারের মতো আইএসএল শিল্ড ঘরে তুলবে। আইএসএলের ইতিহাসে মুম্বই সিটি এফসি দুইবার শিল্ড জিতলেও কখনও পরপর দু’বার চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই দিক থেকে দেখলে, ২০২৩-২৪ মরশুমের পর এবারও যদি মোহনবাগান শিল্ড জেতে, তাহলে তারা নতুন ইতিহাস তৈরি করবে।

আগামী রবিবার নিজেদের ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারালেই শিল্ড নিশ্চিত হয়ে যাবে হোসে মোলিনার দলের। তবে শনিবারও শিল্ড নিশ্চিত হয়ে যেতে পারে সবুজ-মেরুন শিবিরে। এর কারণ হল এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়াই একমাত্র দল যারা মোহনবাগানকে টপকে শিল্ড জয়ের দৌড়ে টিকে থাকতে পারে।তবে তার জন্য গোয়াকে তাদের শেষ চারটি ম্যাচই জিততে হবে এবং মোহনবাগানকে বাকি তিন ম্যাচে হারতে হবে। ফলে এই অঙ্কটা বেশ কঠিন। যদি এফসি গোয়া তাদের খেলার বাকি চারটির মধ্যে একটি ম্যাচও হেরে যায় তাহলে মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না। তাই সবুজ মেরুন ভক্তেরা শনিবার এফসি গোয়ার ম্যাচের দিকে তাকিয়ে থাকবে। এফসি গোয়া হারলেই লিগ শিল্ড জিতে যাবে মোহনবাগান।

কিন্তু বর্তমান ফর্ম অনুযায়ী, মোহনবাগান শিবিরের লিস্টন কোলাসো, জেমি ম্যাকলারেনরা দুর্দান্ত খেলছেন, তাই তাদের শিল্ড জয় আটকানো যে সহজ হবে না, তা বলাই যায়। শনিবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে গোয়া যদি হেরে যায়, তাহলে মাঠে নামার আগেই মোহনবাগানের শিল্ড জয় নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে শেষ তিন ম্যাচে হারলেও মোহনবাগানকে ছুঁতে পারবে না এফসি গোয়া।

বর্তমানে মোহনবাগানের পয়েন্ট ২১ ম্যাচে ৪৯। অন্যদিকে, গোয়ার ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট। শনিবার যদি গোয়া হেরে যায়, তাহলে বাকি তিন ম্যাচে ৯ পয়েন্ট পেলেও তারা ৪৮ পয়েন্টের বেশি পাবে না। তাই শনিবারই যদি এফসি গোয়া কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হেরে যায় তাহলে সবুজ-মেরুন শিবির শিল্ড জয়ের আনুষ্ঠানিক ঘোষণা পেয়ে যেতে পারে। এরপর রবিবার যুবভারতীতে ওড়িশার বিরুদ্ধে ম্যাচের আগে থেকেই মোহনবাগান সমর্থকরা সেলিব্রেশনে মাততে পারেন।

ইতিমধ্যেই মোহনবাগান এক আইএসএল মরশুমে সর্বাধিক ৪৯ পয়েন্ট অর্জন করে নজির গড়েছে। শনিবার সন্ধ্যা ৭:৩০টায় গোয়ার ফতোরদা স্টেডিয়ামের দিকে সকলের নজর থাকবে। কারণ এই সময়ে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবে এফসি গোয়া। টিভিতে স্টার স্পোর্টস থ্রি-তে এই ম্যাচের সম্প্রচার দেখতে পাবেন এবং জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে এপনি খেলাটির লাইভ স্ট্রিমিং করতে পরবেন। এছাড়াও ম্যাচ সংক্রান্ত তথ্য দেখতে হলে আপনাকে HT বাংলার চোখ রাখতেই হবে।

(Feed Source: hindustantimes.com)