‘ভাই আমার ভাই’, দীর্ঘদিন পরে এক সিনেমায় প্রসেনজিৎ ও চিরঞ্জিৎ!

‘ভাই আমার ভাই’, দীর্ঘদিন পরে এক সিনেমায় প্রসেনজিৎ ও চিরঞ্জিৎ!

কলকাতা: এই ছবিতে তাঁর থাকা ছিল সত্যি সত্যিই একটা চমক। সেই রহস্যের সমাধান হল ‘গল্পের পার্বণ ১৪৩২’ -উৎসবে। আগেই জানা গিয়েছিল, ‘বিজয়গড়ের হীরে’ গল্পের হাত ধরে, দীর্ঘদিন পরে কাকাবাবু হিসেবে পর্দায় ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তবে সেই ছবিতে যে এই তারকাও থাকছেন, তা আগে জানা যায়নি। সেই চমক তোলা ছিল এই অনুষ্ঠানের জন্যই। একসময় একাধিক ছবিতে একসঙ্গে দেখা যেত তাঁদের। তবে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেননি তাঁরা। তবে ফের একবার পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)-কে। ‘বিজয়গড়ের হীরে’ গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন চিরঞ্জিৎ।

চিরঞ্জিৎ-কে এই ছবির চমক হিসেবে রাখা হয়েছিল। সেই কারণে ছবির মহরতের দিনও অনুপস্থিত ছিলেন তিনি। এর আগে, এই ছবিতে থাকা নিয়েও তিনি মুখ খোলেননি। তবে এদিন প্রকাশ্যে এল, একসঙ্গে দেখা যেতে চলেছে প্রসেনজিৎ ও চিরঞ্জিৎক-কে। এদিন দুই তারকা একসঙ্গে ছবিও তোলেন। প্রসেনজিৎ মন্তব্য করেন, ‘ভাই আমার ভাই’- ছবির পুনরাবৃত্তি। প্রসেনজিৎ ও চিরঞ্জিৎ-কে এক ফ্রেমে দেখে ছবিশিকারীরাও উৎসাহিত। ফ্ল্যাশ ঝলকে ওঠে এই দুই তারকাকে ঘিরে। খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এই ছবির শ্যুটিং।

অন্যদিকে, ‘কাকাবাবু’ ফ্রাঞ্চাইজিতে হয়েছে বড় বদল। প্রায় ৩ বছর পরে পর্দায় ফিরছে কাকাবাবু। মুখ্যভূমিকায় সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থাকলেও, বদলে গিয়েছে অনেক কিছুই। সবচেয়ে বড় কথা, বদলে গিয়েছে পরিচালক ও। এর আগে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ও প্রসেনজিতের হাত ধরে পর্দায় এসেছে কাকাবাবু। তবে ইতিমধ্যেই সৃজিত হাত ছেড়েছেন কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির। বদলে এবার কাকাবাবু-র পরিচালক হচ্ছেন চন্দ্রাশিস রায়। এর আগে প্রসেনজিৎকে নিয়ে পরিচালক তাঁর প্রথম ছবি ‘নিরন্তর’ তৈরি করেছিলেন। ফলে প্রসেজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পরিচালকের। তবে এবারে তাঁর চ্যালেঞ্জ কাকাবাবু-র গল্প নিয়ে কাজ। এই বছরের গল্পের জন্য  ‘বিজয়নগরের হিরে’ গল্পটি বেছে নেওয়া হয়েছে।

২০১৩ সালে মুক্তি পায় প্রযোজনা সংস্থার প্রথম কাকাবাবু-ছবি ‘মিশর রহস্য’। ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পায় যথাক্রমে ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। অতীতে এই সিরিজ়ে সন্তুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik)। তবে এ বার সন্তুর চরিত্রে দেখা যাবে অর্ঘ্য বসুরায়কে। মনে করা হচ্ছে, সন্তু হিসেবে আরিয়ান অনেকটা পরিণত হয়ে যাচ্ছে, সেই কারণেই এবার সন্তু হিসেবে ভাবা হয়েছে অর্ঘ্য বসুরায়কে। এর আগে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবি ‘দাবাড়ু’-তে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন অর্ঘ্য বসুরায়। তিনি সেই ছবিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসাও পেয়েছিলেন। তবে বুদ্ধিদীপ্ত এই তরুণকে সন্তুর চরিত্রে কতটা মানায় এখন সেটাই দেখার।

(Feed Source: abplive.com)