চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে চেহারা পাল্টে ফেললেন কোহলি, উচ্ছ্বসিত ভক্তরা, আইপিএলে নতুন শপথ

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে চেহারা পাল্টে ফেললেন কোহলি, উচ্ছ্বসিত ভক্তরা, আইপিএলে নতুন শপথ

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন । কেরিয়ারের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) । এবারের টুর্নামেন্টে ব্যাট হাতেও নজর কেড়েছেন তিনি । কে-ই বা ভুলতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তাঁর দুরন্ত সেঞ্চুরি । ১০০ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর নিজের চেহারাই বদলে ফেললেন বিরাট । তাঁর নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে । উচ্ছ্বসিত ভক্তরা । বলাবলি শুরু হয়ে গিয়েছে, অধরা আইপিএলে এবার নতুনব উদ্যমে ঝাঁপাবেন বিরাট । সেই কারণেই যেন নতুন চেহারায় ধরা দিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ।

নামী হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম বিরাটের নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন । সঙ্গে কোহলিকে ‘GOAT’ অর্থাৎ সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবেও উল্লেখ করেছেন তিনি । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।

ভারতের জার্সিতে শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া বাকি সব আন্তর্জাতিক ট্রফি জেতা হয়ে গিয়েছে কোহলির । তবে এখনও আইপিএল জেতার স্বাদ পাননি তিনি । নতুন চুলের স্টাইলে কি আইপিএল ভাগ্য বদলাবে তাঁর? জোর জল্পনা ভক্তদের মধ্যে ।

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে অষ্টদশ আইপিএল । টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । সেই ম্যাচটি হবে ইডেন গার্ডেন্সে । ম্যাচের টিকিট কার্যত নিঃশেষ । অপেক্ষা শুরু হয়ে গিয়েছে, কবে কলকাতায় পা রাখবেন কোহলি । আর কলকাতাতেই তাঁর নতুন হেয়ারস্টাইলও দেখা যাবে ।

এবার আরসিবি অধিনায়ক করেছে রজত পাতিদারকে । সূত্রের খবর, দিন দুয়েকের মধ্যেই আরসিবি-র প্রস্তুতি শিবিরে যোগ দেবেন কোহলি । আর সেখানে নতুন চেহারায় দেখা যাবে তাঁকে ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ ম্যাচে কোহলির রান ২১৮ । গড় ৫৪.৫ । পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি ছাড়াও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করেন কোহলি ।

(Feed Source: abplive.com)