তীব্র কাগজ সঙ্কট এবার পাকিস্তানেও ! চলতি শিক্ষাবর্ষে নাও মিলতে পারে বই ?

তীব্র কাগজ সঙ্কট এবার পাকিস্তানেও ! চলতি শিক্ষাবর্ষে নাও মিলতে পারে বই ?

ইসলামাবাদ (পাকিস্তান): শ্রীলঙ্কার ছায়া এবার পাকিস্তানে (Paper crisis in Pakistan)। এবার কাগজ সঙ্কট দেখা গেল পাকিস্তানেও। পাকিস্তান পেপার অ্যাসোশিয়েসন সতর্ক করে জানিয়েছে,  অগাস্ট মাসে চলতি বছরের শিক্ষাবর্ষে (Academic Year) পাকিস্তানে তীব্র কাগজ সঙ্কটের জেরে ছাত্র ছাত্রীদের জন্য বই সহজলভ্য হবে না। পাকিস্তান সরকারের ভূল নীতির জন্য এবং সেই দেশের স্থানীয় পেপার ইন্ডাস্ট্রি (Paper Industry) জেরেই যে দেশে তীব্র কাগজ সঙ্কট দেখা দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না বলে চাপানউতোর রাজনৈতিক মহলে।

পাকিস্তানে চলতি শিক্ষাবর্ষে নাও মিলতে পারে বই ?

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পাকিস্তানের সকল পেপার মারচেন্ট অ্যাসোশিয়েসন, পাকিস্তানের প্রিন্টিং গ্রাফিক আর্ট ইন্ডাস্ট্রি এবং পেপার ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত অন্যান্য অ্যাসোসিয়েশের সঙ্গে যুগ্ম সাংবাদিক সম্মেলনে অর্থনীতিবিদ ড. কুইসার পাকিস্তানে তীব্র কাগজ সঙ্কটের কথা জানিয়েছেন।পাকিস্তানে ক্রমশ লাগামছাড়া ভাবে বৃদ্ধি পাচ্ছে কাগজের দাম। যার প্রভাব সরাসরি বইয়ের উপর পড়ছে। এই সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে যে,  চলতি বছরের শিক্ষাবর্ষে অগাস্ট মাসে পাকিস্তানে পেপার ক্রাইসিসের জেরে ছাত্র ছাত্রীদের জন্য বই আর সহজলভ্য হবে না। তীব্র কাগজ সঙ্কটের জেরে, সিন্ধ বোর্ড, পঞ্জাব বোর্ডের টেক্সট বুক চলতি শিক্ষাবর্ষে এবার আর বই ছাপাতে সক্ষম হচ্ছে না।

শ্রীলঙ্কার ছায়া পাকিস্তানেও

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে একই ছবি উঠে এসেছিল শ্রীলঙ্কায়। তীব্র অর্থনৈতিক সঙ্কট দেখা গিয়েছিল সে দেশে। ছিল না প্রিন্টিং পেপার। আর যার জেরে পরীক্ষা বাতিল করতে হয় শ্রীলঙ্কার সরকারকে। লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের পরীক্ষা বাতিলে দুশ্চিন্তার মুখে পড়ে অভিভাবকরা। মার্চ মাসের মাঝামাঝি, আচমকাই শ্রীলঙ্কার শিক্ষা দফতর জানায়, শীলঙ্কায় কাগজের মারাত্মক কাগজের মারাত্মক সঙ্কট দেখা গিয়েছে। যার দরুন অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত রাখা হয়। উল্লেখ্য, ১৯৪৮ সালে স্বাধীনতার পর এই প্রথম এই হারে সঙ্কট দেখা যায়।

(Source: abplive.com)