ভোপাল: দশটা নয়, পাঁচটা নয়। একটা মাত্র বিয়ে বলে কথা। সাধ মিটিয়ে আনন্দ করতে চেয়েছিলেন মধ্যপ্রদেশের (madhya pradesh) সিভিল ইঞ্জিনিয়ার। সব ইচ্ছা পূরণ করে নিতে চেয়েছিলেন। তা বলে বুলডোজারে (bulldozer) চেপে বিয়ে? এ কেমনতর ইচ্ছা?
ভাবছেন গল্পকথা? মোটেও না। ঘোড়া বা গাড়ি নয়। আস্ত একটা জেসিবি মেশিনে (jcb machine) চেপে বিয়ে (marriage) করতে এসেছিলেন মধ্য়প্রদেশের বেতুল জেলার ঝাল্লার গ্রামের বাসিন্দা অঙ্কুশ। বরযাত্রী (wedding procession) হিসেবে বুলডোজারে (bulldozer) চেপে আসেন পাত্রের দুই মহিলা আত্মীয়ও। তাঁদের কীর্তিকলাপের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়।
‘অভিনব’ ইচ্ছার খেসারত:
কিন্তু অভিনব ইচ্ছাপূরণ করতে গিয়ে যে এভাবে বুলডোজার চালককে বিপদে পড়তে হবে কে জানত? আসলে ভাইরাল ভিডিওটি নিয়ে মধ্যপ্রদেশের পুলিশ সুপার সিমলা প্রসাদের কাছে খবর পৌঁছয় জেট প্লেনের গতিতে। ব্যস! এর পরই বুলডোজার চালক রবি বরসকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন এসপি। সঙ্গে মোটর ভেহিকেলস অ্যাক্ট ভাঙার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ। জেসিবি মেশিন শুধুমাত্র বাণিজ্যিক কাজে ব্যবহার করার কথা। তাতে আমজনতার যাতায়াত নিষিদ্ধ। তবে সাধারণ মানুষ পরিবহণের জন্য বুলডোজার ব্যবহার করছেন এটাও সচরাচর দেখা যায় না। তা হলে একজন সিভিল ইঞ্জিনিয়ার হঠাৎ এমন কেন করলেন?
হঠাৎ বুলডোজার কেন:
বরবাবাজি অবশ্য কোনও যুক্তি মানতে নারাজ। বিয়ে তো একবারই করছেন। তাই আশ মিটিয়ে সব সাধ পূরণ করে নিতে চেয়েছিলেন। আর গাড়ি বা ঘোড়া ছেড়ে কেন হঠাৎ বুলডোজার বাছলেন সেটারও যুক্তি দিয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার। তাঁর বক্তব্য, পেশার সূত্রে নির্মাণকাজে যে সব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। তাই নিজের বিয়েতেও সেই রকমই একটি যন্ত্র ব্যবহার করতে চেয়েছিলেন। অভিনব ইচ্ছা নিঃসন্দেহে! কিন্তু তার খেসারত দিতে হল বুলডোজার চালককে।
(Source: abplive.com)