বুলডোজারে চেপে হাসি হাসি মুখে বন্যা ‘উপভোগ’ করছেন ৬ বিদেশি পর্যটক!
প্রবল বৃষ্টির জেরে বন্যায় ভাসছে ভাদোদরা। চারদিক জলে থইথই। এর মধ্যেই রাস্তায় চলছে বুলডোজার। আর তার মেটাল স্কুপে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বন্যা ‘উপভোগ’ করছেন ৬ বিদেশি পর্যটক। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘আওয়ার ভাদোদরা’ নামের হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে এক্স প্ল্যাটফর্মে। তাতেই দেখা যাচ্ছে, বুলডোজারে চেপে বন্যা দেখতে বেরিয়েছেন বিদেশি পর্যটকরা। অবাক চোখে প্লাবন দেখছেন। খুনসুটি করছেন নিজেদের মধ্যে। এমন দৃশ্য দেখে অনেকেই বলছেন, কারও পৌষমাস, কারও সর্বনাশ। শুক্রবার সকাল থেকে বৃষ্টি অনেকটাই কমেছে।…