
মোহনবাগানের নৌকা ডুববেই। একবছরের মধ্যে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হবেই! এমনটাই মনে করেন ইস্টবেঙ্গলের সভাপতি মুরারি লাল লোহিয়া। ইস্টবেঙ্গল ক্লাবের নব রুপকার পল্টু দাসের ২৪ তম প্রয়াণ দিবসে গুণীজনদের উপস্থিতিতে ঘুরে দাঁড়ানোর শপথ নিল ইস্টবেঙ্গল। তবে এর মাঝেই প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানকে খোঁচা দিতে ভোলেননি ইস্টবেঙ্গলের কর্তারা।
ইস্টবেঙ্গল ক্লাবের এদিনের অনুষ্ঠানে বাইচুং ভুটিয়া থেকে আইএল বিজয়ন সকলেই উপস্থিত ছিলেন। সকলের গলাতেই একটা কথা ছিল, যেটি হল কেন আইএসএল-এ সাফল্য পাচ্ছে না ইস্টবেঙ্গল। এই সময়ে সকলেই ব্যর্থতাকে ভুলে এগিয়ে যাওয়ার কথা জানান। এই সময় নিজেদের সাফল্যের স্বপ্নের কথা বলে মোহনবাগানকে খোঁচা দিলেন লাল হলুদ কর্তারা।
এই অনুষ্ঠানে প্রথমে ইস্টবেঙ্গলের সভাপতি মুরারি লাল লোহিয়া পরে ক্লাবের জনপ্রিয় কর্তা নিতু সরকার, মোহনবাগান কর্তাদের একহাত নেন। অনুষ্ঠানের মাঝে স্টেজে উঠে ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া বলেন, ‘ক্রিকেট, হকি সবেতেই আমরা ভালো করছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কেন আমরা ফুটবলে আইএসএল-এ ভালোকিছু করতে পারছি না। কী কারণ আছে আমি বুঝতে পারছি না।’
এরপরে তিনি বলেন, ‘আমি মন করি আমরা সকলে মিলে, মানে কোচ-ইনভেস্টর-আমাদের প্লেয়ার্স-এক্স প্লেয়ার্স সবাই মিলে যদি একটু চেষ্টা করি যে কীভাবে ইস্টবেঙ্গল আইএলএস-এ ভালো করবে। আমি অফিসিয়াল পরে, তার আগে তো আমি একজন সমর্থক। আমিও সর্থক বিসাবে খুব কষ্ট পাচ্ছি।’
এরপরে তিনি বলেন, ‘আমরা মশাল নিয়ে এগিয়ে চলেছে, যতই ঝড়, বৃষ্টি আসুক মশাল নিভে যাবে না। হ্যা নৌকা ডুবে যেতে পারে, তবে মশাল ডুববে না। আমি বিশ্বাস করি যে পরের বছরে আমরা আইএসএল জিতবই। এটা হতে পারে না যে আমরা আইএসএল জিতব না।’ এর মাঝেই আবার বড় মন্তব্য করেন নিতু সরকার। তাঁর মতে এখন ইস্টবেঙ্গলের যে খারাপ অবস্থা, সেটা একটা সময়ে মোহনবাগানেরও এসেছিল। যদি মোহনবাগান তারপর থেকে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় তাহলে আমরাও করে দেখাব। নিতু সরকার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন খুব তাড়াতাড়ি আইএসএল জিতবে ইস্টবেঙ্গল।
তবে আইএসএল জেতার জন্য পরিকল্পনা করে এগিয়ে চলতে চায় ইস্টবেঙ্গল। এদিনের অনুষ্ঠান থেকে ইস্টবেঙ্গল শপথ নিয়েছে যে তারা এবার আইএসএল-এ ঘুরে দাঁড়িয়ে ফের সাফল্যের রাস্তায় এগিয়ে চলবে।
(Feed Source: hindustantimes.com)