মোহনবাগানের নৌকা ডুববে, ইস্টবেঙ্গলের মশাল নিভবে না… লাল হলুদ সভাপতির হুঙ্কার
মোহনবাগানের নৌকা ডুববেই। একবছরের মধ্যে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হবেই! এমনটাই মনে করেন ইস্টবেঙ্গলের সভাপতি মুরারি লাল লোহিয়া। ইস্টবেঙ্গল ক্লাবের নব রুপকার পল্টু দাসের ২৪ তম প্রয়াণ দিবসে গুণীজনদের উপস্থিতিতে ঘুরে দাঁড়ানোর শপথ নিল ইস্টবেঙ্গল। তবে এর মাঝেই প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানকে খোঁচা দিতে ভোলেননি ইস্টবেঙ্গলের কর্তারা। ইস্টবেঙ্গল ক্লাবের এদিনের অনুষ্ঠানে বাইচুং ভুটিয়া থেকে আইএল বিজয়ন সকলেই উপস্থিত ছিলেন। সকলের গলাতেই একটা কথা ছিল, যেটি হল কেন আইএসএল-এ সাফল্য পাচ্ছে না ইস্টবেঙ্গল। এই সময়ে সকলেই ব্যর্থতাকে ভুলে এগিয়ে যাওয়ার কথা জানান।…