CSK vs MI IPL 2025: মরসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ জিতল সিএসকে, ব্যাটে-বলে দুরন্ত ‘ইয়েলো আর্মি’

CSK vs MI IPL 2025: মরসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ জিতল সিএসকে, ব্যাটে-বলে দুরন্ত ‘ইয়েলো আর্মি’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল মরসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ জিতল চেন্নাই। তখনও ৫ বল বাকী। মুম্বইয়কে ৪ ইউকেটে হারিয়ে দিলেন  মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড়রা। ম্যাচের বেশিরভাগ সময়ই দাপট দেখাল ‘ইয়েলো আর্মি’-ই।

চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট-বলে রীতিমতো পর্যুদস্থ হতে হল মুম্বই। এদিন প্রথমে ব্যাট করে তারা। কিন্তু ইনিংসের শুরুতে কার্যত নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। এরপর ১১তম ওভারে অনবদ্য ক্ষিপ্রতায় অধিনায়ক সূর্যকুমার স্টাম্প আউট করে করেন ৪৩ বছরের ধোনি। শেষ পর্যন্ত রোহিতদের ইনিংস শেষ হয়ে যায় ১৫৫ রানে। শেষের দিকে  ২৮ রানের কার্যকরী ইনিংস খেলেন দীপক চাহার।

এদিকে জবাবে ব্যাট করতে শুরুটা অবশ্য ভালো হয়নি চেন্নাইয়েরও।  দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান  রাহুল ত্রিপাঠী। দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন রাচীন রবীন্দ্র এবং ঋতুরাজ গায়কোয়াড়। দু’জনে মিলে করে ৬৭ রান। শেষে ২৬ বলে ৫৩ রান করে প্যাভিলিয়নের ফেরেন অধিনায়ক ঋতুরাজ। এরপর একে একে আউট হন শিবম দুবে, দীপক হুডা, স্যাম কুরানরা। কিন্তু রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে চেন্নাইয়ে জিতিয়ে দেন রাচীন রবীন্দ্র। তাঁর সংগ্রহ ৬৫ রান।

এদিকে হায়দরাবাদের কাছে হেরে গেল রাজস্থান। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক  রিয়ান পরাগ। সেই সিদ্ধান্তই শেষপর্যন্ত ব্যুমেরাং হল! ঘরের মাঠে পাটা উইকেটে প্রথমে ব্যাট করে ২৮৬ রান তুলে ফেলে হায়দরবাদ। জবাব ব্যাট করতে নেমে রাজস্থান করে ২৪২।

(Feed Source: zeenews.com)