কড়া চ্যালেঞ্জ ছুড়লেন তরুণ ভিগনেশ, মুম্বইকে হারিয়ে শেষ হাসি হাসল সিএসকে
চেন্নাই: এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ ছিল মুম্বই ইন্ডিয়ান্স। লো স্কোরিং ম্য়াচ ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল হলুদ জার্সিধারীরা। পি চিদাম্বরম স্টেডিয়ামে দু দলের হয়েই প্রভাব ফেললেন স্পিনাররা। বিশেষ করে মুম্বইয়ের তরুণ স্পিনার ভিগনেশ পুথুরের কথা আলাদা করে বলতেই হয়। নিজের প্রথম আইপিএল ম্য়াচ খেলতে নেমেই তিন উইকেট তুলে নিলেন এই তরুণ স্পিনার। চেন্নাইয়ের হয়ে বল হাতে ভেল্কি দেখালেন আফগান স্পিনার নূর আহমেদ। হলুদ জার্সিতে আইপিএলে এটি তাঁর প্রথম ম্য়াচ ছিল। এদিন…



