MS Dhoni | IPL 2025: ‘ওর দ্বারা আর ক্রিকেট হবে না, সত্যিটা এবার মেনে নিক ধোনি’!

MS Dhoni | IPL 2025: ‘ওর দ্বারা আর ক্রিকেট হবে না, সত্যিটা এবার মেনে নিক ধোনি’!

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলের (IPL 2025) শুরুতে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) চর্চায় ছিলেন ‘লাইটনিং ফাস্ট স্টাম্পিং’ করে। চোখের পলকেই চেকমেট করে দিচ্ছিলেন এই প্রজন্মের ক্রিকেটারদের! ধরে ধরে বোকা বানাচ্ছেন উইকেটের পিছনে দাঁড়িয়ে। তবে সেসব এখন অতীত হয়ে গিয়েছে। ধোনি এখন প্রতিনিয়ত সমালোচিত হচ্ছেন। ‘ফিনিশার’ ধোনি ‘ফিনিশড’ বলেই মত বহু ক্রিকেট পণ্ডিতের।  ৪৩ বছরের ধোনির ভিতরে আর ক্রিকেট অবশিষ্ট নেই বলেই মত ভুবনজয়ী প্রাক্তন অজি তারকা ওপেনার ম্যাথিউ হেডেনের (Matthew Hayden)।

ধোনির ব্যর্থতায় তাঁর দল চেন্নাই সুপার কিংসও খোঁড়াচ্ছে। কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না পাঁচবারের শিরোপাজয়ীদের। গত শনিবার চেন্নাই নিজেদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৫ রানে হেরেছে। চেন্নাইকে জেতাতে না পারায় দলে ধোনির জায়গা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। ধোনি ২৬ বলে অপরাজিত ৩০ রান করেও তুমুল সমালোচিত হলেন। চলতি আইপিএলে এবার চার ম্যাচে চেন্নাই তাদের তৃতীয় হারের মুখ দেখল।

দিল্লির ১৮৪ রান তাড়া করতে নেমেছিল চেন্নাই। ১১ ওভারের ভিতর ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল সিএসকে। ধোনি সাত নম্বরে নেমেছিলেন। ৫৬ বলে চেন্নাইয়ের জয়ের টার্গেট ছিল ১১০ রান। আস্কিং রেট ওই ১২-র কাছাকাছি ছিল। অর্ধশতক হাঁকানো বিজয় শঙ্করকে পাশে নিয়েও অভিজ্ঞ ফিনিশার ধোনি দলকে জেতাতে পারেননি। সেই সময়ে কমেন্ট্রি বক্সে ছিলেন হেডেন। একসময়ে চেন্নাই সুপার কিংসে যিনি ধোনির নেতৃত্বেই খেলেছেন। হেডেন বলেন, ‘ধোনির আর ক্রিকেট অবশিষ্ট নেই। ওর দ্বারা আর ক্রিকেট হবে না। সিএসকে-র জন্য অনেক দেরি না হয়ে যাওয়া পর্যন্ত সত্যিটা এবার মেনে নিক ধোনি। ও বরং আমাদের কমেন্ট্রি বক্সে যোগ দিক।

ধোনির বাবা-মা এবং পরিবারের সদস্যরা মাদ্রাজ ক্রিকেট ক্লাবের উপস্থিত ছিলেন। এই প্রথমবার ছেলের খেলা দেখতে এলেন তাঁরা। যা দেখে অনেকেই মনে করছেন যে, ধোনি সম্ভবত অবসরের পথে। যদিও ধোনি কিছুদিন আগেই জানিয়েছেন যে, তিনি যতদিন পারবেন আইপিএল খেলা চালিয়ে যাবেন। এবার দেখার মাহি কী করেন!

(Feed Source: zeenews.com)