
Abhishek Bachchan Aishwarya Rai: এবার কি অভিষেক-ঐশ্বর্য ফের দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন? কেন হঠাৎ এমন গুঞ্জন? মুম্বই: বেশ কয়েক মাস ধরে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের বিবাহ-বিচ্ছেদ নিয়ে চর্চা উঠেছিল তুঙ্গে। যদিও পরে সব জল্পনায় জল ঢেলেছেন দুই তারকা। সরাসরি মুখ না খুললেও, তাঁরা যে একসঙ্গেই রয়েছেন তার প্রমাণ মিলেছে ক্যামেরার সামনে। এবার কি তাঁরা ফের দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন? কেন হঠাৎ এমন গুঞ্জন?
আসলে, একটি ভিডিওতে অভিষেক বচ্চনকে এই প্রশ্ন করা হলে তাঁর প্রতিক্রিয়াতেই উঠেছে এমন প্রশ্ন। রীতেশ দেশমুখের শো ‘কেস তো বনতা হ্যায়’-তে অভিষেককে এমন প্রশ্ন করা হয়েছিল। ঐশ্বর্যর সঙ্গে দ্বিতীয় সন্তানের কথা শুনেই লজ্জায় লাল হয়ে যান বচ্চন-পুত্র।
সোশ্যাল মিডিয়ায় সেই পুরনো ভিডিওটিই ফের ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রীতেশ দেশমুখ অভিষেককে বলছেন, ঐশ্বর্যর সঙ্গে তাঁদের দ্বিতীয় সন্তানের প্ল্যান নিয়ে। প্রথমে প্রশ্ন করা হয়, ‘অভিষেক, ঐশ্বর্য, অমিতাভজি সবার নামের অদ্যাক্ষর এ, জয়াজি ও শ্বেতা কি দোষ করল?’ অভিষেক বলেন, ‘এটা তো ওদের জিজ্ঞেস করতে হবে। কিন্তু এটাই মনে হয় একটা নিয়মের মতো পরিবারে, অভিষেক আরাধ্যা’।
এরপর রীতেশ আরও প্রশ্ন করেন অভিষেককে। বলেন, ‘আরাধ্যার পরে?’ অভিষেক বলেন, ‘সেটা পরবর্তী প্রজন্ম দেখবে।’ রীতেশ কথা ধরে বলেন, ‘অত কে অপেক্ষা করবে… যেরকম রীতেশ, রিয়ান, রাহিল, দুই ছেলে। এবার অভিষেক আরাধ্যার পর…’ একথা শুনেই লজ্জা পেয়ে অভিষেক বলেন, ‘বয়সটা তো মাথায় রাখো, আমি তোমার থেকে বড়।’
২০০৭ সালে বিয়ে করেছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই। তাঁদের একজন কন্যাসন্তান রয়েছে আরাধ্যা। কিছুদিন আগে বিয়ে ভাঙা নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন অভিষেক ঐশ্বর্য। যদিও পরে তাঁদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানাতে ও ভুয়ো খবরকে বিশ্বাস না করার আবেদন করেন। মুখ খুলেছিলেন খোদ বিগ বি-ও।
