বেলুন নিয়ে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৮ বছরের বালকের, জন্মদিনই মৃত্যুদিনে পরিণত হল

বেলুন নিয়ে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৮ বছরের বালকের, জন্মদিনই মৃত্যুদিনে পরিণত হল

লিভারপুল: বয়স মাত্র আট বছর। জন্মদিন নিয়ে মেতে ছিল সারাদিন। কিন্তু জন্মদিনই যে তার মৃত্যুদিনে পরিণত হবে, তা কল্পনাও করতে পারেননি মা-বাবা। সেই যন্ত্রণা বুকে নিয়েই গত একবছর ধরে বেঁচেছিলেন তাঁরা। সম্প্রতি ছেলের মৃত্যুর কারণ জানতে পেরে আরও ভেঙে পড়লেন তাঁরা। জন্মদিনের বেলুনই ছেলেটির মৃত্যুর কারণ বলে জানা গিয়েছে। (Helium Balloon Death)

ব্রিটেনের বার্কেনহেডে গত বছর জন্মদিনে মৃত্যু হয় আট বছরের জশুয়া ডানবারের। নিজের শোয়ার ঘরে অজ্ঞান হয়ে পড়ে যায় সে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকের। এতদিন পর জশুয়ার মৃত্যুর সঠিক কারণ সামনে এসেছে, আর তাতেই ভেঙে পড়েছেন ছেলেটির মা-বাবা। (Joshua Dunbar)

জানা গিয়েছে, ২০২৪ সালের ২৭ এপ্রিল দুপুর ২টো নাগাদও নিজের ঘরে হিলিয়াম ভর্তি বলুন নিয়ে খেলতে দেখা গিয়েছিল জশুয়াকে। আট বছরের জন্মদিন বলে, বেলুনটির আকারও ছিল ইংরেজির 8. কিন্তু সন্ধে ৭টা বেজে ২৩ মিনিট ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় জশুয়াকে। সঙ্গে সঙ্গে অ্যারো পার্ক হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

সম্প্রতি জশুয়ার মৃত্যুর সঠিক কারণ জানতে পেরেছেন তদন্তকারীরা, আর তা জানতে পেরে হতবাক সকলে। কারণ জশুয়ার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘Consistent with Asphyxia involving a Helium Balloon’. তদন্তকারী আধিকারিক আন্দ্রে রেবেলো জানিয়েছেন, “হিলিয়াম এমনিতে বিষাক্ত নয়। কিন্তু এক্ষেত্রে হিলিয়ামের দরুণ শ্বাসযোগ্য বাতাস স্থানচ্যুত হয়। আর তাতেই মারা যায় জশুয়া। শরীরে হিলিয়াম প্রবেশ করায় অক্সিজেন ঢোকার জায়গা ছিল না। অক্সিজেনের অভাবে শরীরে প্রাণ থাকা সম্ভব নয়।”

আন্দ্রে জানিয়েছেন, বাড়িতে আট বছরের ছেলেটির কার্ডিয়াক অ্যারস্ট হয়েছে বলে অ্যাম্বুল্যান্সের তরফে গোড়াতেই জানানো হয়েছিল। সিপিআর দেওয়ার চেষ্টা হলেও, তাতে সাড়া দেয়নি জশুয়া। ঘরে জশুয়া একাই ছিল। হিলিয়াম বেলুন নিয়ে খেলতে গিয়েই এই ঘটনা ঘটে থাকতে পারে। হতে পারে বেলুন থেকে হিলিয়াম গ্যাস টেনে গলার আওয়াজ বদলে ফেলতে চাইছিল। একা ছিল বলেই পরিস্থিতির গুরুত্ব পারেনি জশুয়া। 

জন্মদিন উদযাপনের জন্য কেনা বেলুন যে ছেলেকেই কেড়ে নেবে, তা বিশ্বাস করতে পারছেন না জশুয়ার মা-বাবা। জশুয়ার মা কার্লি ডানবার হিলিয়াম বেলুন নিষিদ্ধ করার দাবি তুলেছেন। তাঁর বক্তব্য, “সন্তান হারানোর যন্ত্রণার কোনও নিরাময় নেই। দয়াকরে নিজের সন্তানকে হিলিয়াম বেলুন কিনে দেবেন না কেউ। ওই দিন থেকে আজ পর্যন্ত আমি নিজেকে দোষারোপ করে আসছি। ওই বেলুন না কিনলে ছেলের জীবন চলে যেত না। চাইব না আর কোনও পরিবার এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাক।”

(Feed Source: abplive.com)