Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বেলুন নিয়ে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৮ বছরের বালকের, জন্মদিনই মৃত্যুদিনে পরিণত হল
বেলুন নিয়ে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৮ বছরের বালকের, জন্মদিনই মৃত্যুদিনে পরিণত হল

লিভারপুল: বয়স মাত্র আট বছর। জন্মদিন নিয়ে মেতে ছিল সারাদিন। কিন্তু জন্মদিনই যে তার মৃত্যুদিনে পরিণত হবে, তা কল্পনাও করতে পারেননি মা-বাবা। সেই যন্ত্রণা বুকে নিয়েই গত একবছর ধরে বেঁচেছিলেন তাঁরা। সম্প্রতি ছেলের মৃত্যুর কারণ জানতে পেরে আরও ভেঙে পড়লেন তাঁরা। জন্মদিনের বেলুনই ছেলেটির মৃত্যুর কারণ বলে জানা গিয়েছে। (Helium Balloon Death) ব্রিটেনের বার্কেনহেডে গত বছর জন্মদিনে মৃত্যু হয় আট বছরের জশুয়া ডানবারের। নিজের শোয়ার ঘরে অজ্ঞান হয়ে পড়ে যায় সে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। তাকে মৃত…

Read More