লন্ডনগামী ট্রেনে ধারাল অস্ত্র নিয়ে হামলা, পর পর যাত্রীদের কোপ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেক
লন্ডন: ট্রেনে উঠে পর পর যাত্রীদের কোপ। লন্ডনমুখী ট্রেনে ভয়ঙ্কর ঘটনা ঘটল। ছুরির কোপে ১০ জন যাত্রীর আহত হয়ে হাসপাতালে। এর মধ্যে ন’জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা যাচ্ছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। সন্দেহভাজন দুই হামলাকারীকে গ্রেফতার করেছে ব্রিটেনের পুলিশ। (UK Stabbing Case) ব্রিটেনের কেমব্রিজশায়ারের হান্টিংটন শহরে, স্থানীয় সময় অনুযায়ী, শনিবার সন্ধে সওয়া ৬টা নাগাদ এই ঘটনা ঘটেছে। ডনক্যাস্টার থেকে লন্ডনে কিংস ক্রস যাচ্ছিল ট্রেনটি। ওই রুটে সারাক্ষণই ঠাসা ভিড় থাকে ট্রেনে। সেই সময়ই ছুরি নিয়ে এলোপাথাড়ি যাত্রীদের কোপানো…




