জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝে-মাঝেই বাবা ভাঙ্গার নানা ভবিষ্যদ্বাণী (baba vanga prediction) সামনে আসছে। আবারও এল বেশ কয়েকটি। শুনলে তাক লেগে যাবে। যেমন তিনি এবার পৃথিবীর শেষদিনের পূর্বাভাসও বলে দিলেন (baba vanga doomsday prediction)! পহেলগাঁও কাণ্ডের (Pahalgam Terror Attack) পরেই ভারত-পাক যুদ্ধের আবহে (India Pakistan tension) সেই সব কথা যেন নতুন করে ভাবাচ্ছে।
বিশ্বযুদ্ধ?
হ্যাঁ, বাবা ভাঙ্গা যুদ্ধের সতর্কতা দিয়েছেন। তিনি ‘টেরিবল ওয়ার্ল্ড ওয়ার’ কথাটি ব্যবহার করেছেন। যেটা হবে এই ২০২৫ সালেই! তাহলে এরই সূচনা কি দেখা যাচ্ছে, বিশ্ব জুড়ে? তিনি বলেছেন, এর জেরে মানবসভ্যতার পতন শুরু হবে।
আসলে একদিকে ভারত-পাকিস্তান টেনসন শুরু। ওদিকে গোটা বিশ্বই তো যুদ্ধে-যুদ্ধে তপ্ত– রাশিয়া-ইউক্রেন, গাজা-প্যালেস্টাইন। ইউরোপেও যুদ্ধ লাগল বলে। বাতাসে বারুদের গন্ধ। জিওপলিটিক্যাল পরিস্থিতি যথেষ্ট গরম।
টেলিপ্যাথি
যুদ্ধ ছাড়াও আরও নানা বিষয় নিয়েও বাবা ভাঙ্গার আরও সব পূর্বাভাস জানা গিয়েছে। যেমন তিনি টেলিপ্যাথি নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, মানুষ অচিরেই অন্যের মন পড়তে পারবে– মাইন্ড-টু-মাইন্ড কমিউনিকেশনের দিক থেকে অনেকটা এগিয়ে যাবে মানুবজাতি। আর এটা মানুষের কমিউনিকেশনের বিশ্বকে সম্পূর্ণ বদলে দেবে।
আর এখানেই বাবা ভাঙ্গার কথা নতুন করে অর্থ খুঁজে পেয়েছে। কেননা, এলন মাস্ক যে ব্রেন চিপ বাজারে এনেছেন, তা কিন্তু এই ওয়েভের ভিত্তিতেই কাজ করে, যার উদ্দিষ্ট বিষয়ই হল মন-পড়া, টেলিপ্যাথি।
আসুন, বাবা ভাঙ্গার অবিশ্বাস্য কিছু প্রেডিকশনের উপর আর একবার চোখ বুলিয়ে নিই আমরা:
এই ২০২৫ সালেই ইউরোপে বিপর্যয়
২০২৮ সালে মানবজাতি শুক্রে অভিযান করবে
২০৩৩ সালে মেরুবরফ গলবে, সমুদ্রস্তর বাড়বে
২০৭৬ সালে বিশ্ব জুড়ে বামজমানার শাসন
২১৩০ সালে এক্সট্রাটেরেসিট্রিয়াল লাইফের সঙ্গে যোগাযোগ তৈরি মানুষের
২১৭০ সালে ভয়ংকর খরা
৩০০৫ মঙ্গল গ্রহের এক সভ্যতার সঙ্গে মানবসভ্য়তার লড়াই
৩৭৯৭ সালে মানুষ এই গ্রহ ছেড়ে চলে যেতে বাধ্য হবে, কেননা, সেটা আর থাকার যোগ্য থাকবে না
৫০৭৯ সালে বিশ্বের শেষ
(Feed Source: zeenews.com)
