Viral News: যিনি ছুটি চেয়েছেন,তাঁর দাবি, স্ত্রীকে ভূত ভর করেছে৷ তাই ভূত নামাতে নেপালে নিজেদের বাড়িতে ফিরতে চেয়েছেন।কারণ স্ত্রীর ঘাড় থেকে ‘পেত্নি’-কে নামাতে হবে৷
প্রতীকী ছবি
চেন্নাই: ছুটি চাওয়ার কত রকম কারণ হতে পারে! সেই তালিকায় যোগ হয়েছে সাম্প্রতিক নতুন এক চমক৷ জানাচ্ছেন চেন্নাইবাসী এক ব্যক্তি৷ তাঁর কাছে এক কর্মী এক মাসের ছুটি চেয়েছেন৷ যা কারণ বলেছেন, তাতে চক্ষু চড়কগাছ৷ যিনি ছুটি চেয়েছেন,তাঁর দাবি, স্ত্রীকে ভূত ভর করেছে৷ তাই ভূত নামাতে নেপালে নিজেদের বাড়িতে ফিরতে চেয়েছেন।কারণ স্ত্রীর ঘাড় থেকে ‘পেত্নি’-কে নামাতে হবে৷
চেন্নাইবাসী ওই ব্যক্তি জানিয়েছেন তাঁর গাড়ি সাফাই করেন যে যুবক, তিনি ছুটি চেয়েছেন এক মাসের। তাঁর দাবি, আচমকাই স্ত্রী বাড়িতে তামিল বলতে শুরু করেছেন। একটা আধটা শব্দ নয়। বরং পুরো বাক্যই বলছেন। এতটাই ঝরঝরে,যে শুনে মনে হবে তামিল তাঁর মাতৃভাষা। তিনি দীর্ঘ দিন চেন্নাইয়ে আছেন। তাহলে কি সেখানে তামিল শিখতে পারেননি? সে সম্ভাবনাও খারিজ করেছেন ওই ট্যুইটারেত্তি৷ তাঁর দাবি, চেন্নাইয়ে তাঁরা যেখানে থাকতেন, সেখানে নেপালি জনজাতির বসবাস বেশি৷ ফলে অত ঝরঝরে তামিল শেখার অবকাশ নেই৷
স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন ওই ব্যক্তি৷ কিন্তু ওষুধ খেয়ে লাভ হয়নি৷ করিয়েছেন ধর্মীয় মতে চিকিৎসাও৷ ধর্মীয় মতে সেই চিকিৎসার সূত্রে পরামর্শ পেয়েছেন নেপালে ফিরে যাওয়ার৷ এই ঘটনা ঘিরে শোরগোল তুঙ্গে নেট মহলে৷ অনেকেই ওই মহিলার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন৷ কেউ বলেছেন মনোবিদের পরামর্শ নিতে৷ অনেকেরই আবার অভিমত, আমাদের যুক্তি বুদ্ধির বাইরে অনেক কিছুই ঘটে,যার কোনও ব্যাখ্যা মেলে না৷
(Feed Source: news18.com)