
কলকাতা: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আর তারপরেই তিনি ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) স্বামী প্রেমানন্দজীর দরবারে ছুটে গিয়েছিলেন। আর এবার, অযোধ্যার রাম মন্দিরে পৌঁছলেন বিরাট ও অনুষ্কা। আজ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। অনুরাগীরা তাঁদের দেখতে মন্দিরে ভিড় জমিয়েছিলেন। এদিন বিরাটের সঙ্গে হনুমান গঢ়ী মন্দিরে পুজো দেন অনুষ্কা। এদিন তাঁরা হনুমান মন্দিরেও পুজো দেন।
অযোধ্যায় বিরাট-অনুষ্কা
সদ্য প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। সেখানে অনুষ্কা শর্মাকে গোলাপি রঙের পোশাকে দেখা যাচ্ছে। তিনি মাথায় ওড়না নিয়ে দেব দর্শন করেছেন। অন্যদিকে বিরাট কোহলি সাদা রঙের পোশাকে দেখা গিয়েছে। দুজনেই ঈশ্বরের কাছে মগ্ন হয়ে প্রার্থনা করছিলেন। এদিন তাঁরা হনুমান মন্দিরেও পুজো দেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অনুষ্কা আর বিরাটের ছবি। এর আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল স্বামী প্রেমানন্দ মহারাজের কাছে যাওয়ার ছবি। সেখানে বিরাটকে দেখে সবাই বলেছিলেন, বিরাটের জীবন বদলে গিয়েছে। খেলা থেকে দূরে গিয়ে তিনি এখন শান্তির খোঁজ করছেন
#WATCH | Uttar Pradesh: Indian Cricketer Virat Kohli, along with his wife and actor Anushka Sharma, visited and offered prayers at Hanuman Garhi temple in Ayodhya. pic.twitter.com/pJAGntObsE
— ANI (@ANI) May 25, 2025
প্রসঙ্গত, বিরাট কোহলি সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বিরাটের টেস্ট থেকে অবসরের পরই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ, আবেগঘন পোস্ট করেছিলেন তাঁর স্ত্রী, বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মাও (Anushka Sharma) । অবসরের পরই তিনি মানসিক শান্তির খোঁজে বিরাটকে নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে । সন্ন্যাসী প্রেমানন্দ মহারাজের আশ্রমে । সেখান থেকে ফিরে বুধবার ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুষ্কা । যে পোস্টে অনেকেই খুঁজে পাচ্ছেন অন্তর্নিহিত অর্থ । বিরাট ঘরনি অনুষ্কা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘টেস্ট ক্রিকেটে সেই কারণে তারাই সফল হয়েছে যাদের কাছে বলার মতো কোনও গল্প রয়েছে । এত দীর্ঘ আর গভীর গল্প, যে গল্প পিচের চরিত্র – ঘাস রয়েছে, নাকি শুকনো, ঘরের মাঠে খেলা না বিদেশে, সে সবের তোয়াক্কা করেনি ।’ যেন বোঝাতে চেয়েছেন, টেস্ট ক্রিকেট হারাল নিজের প্রিয়পাত্রকে । এমন এক তারককাকে, যিনি কখনও মাঠে নেমে অজুহাত দেননি । সফল বা ব্যর্থ, যাই হোন না কেন, বুক চিতিয়ে লড়াই করেছেন ।
(Feed Source: abplive.com)
