
নয়াদিল্লি: ভারতীয় পরিবারের বিয়ে মানেই জাঁকজমক। কিন্তু সেই বিয়ের দরুণ থমকে গেল আমেরিকার অর্থনীতির ভরকেন্দ্র। বরযাত্রীর দলে শয়ে শয়ে লোক দেখে, গান-বাজনার আওয়াজ শুনে হতবাক হয়ে দাঁড়িয়ে পড়লেন মানুষজন। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। (Viral Video)
সোশ্য়াল মিডিয়ায় যে ভিডিওটি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের ওয়ালস্ট্রিট গানবাজনায় মুখরিত। সেজেগুজে রাস্তায় নেমেছে বরযাত্রীর দল। গানবাজনার তালে চলছে তুমুল নাচ। আর সেই দৃশ্য দেখে রাস্তার দুই পাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছেন মানুষজন। কেউ কেউ আবার মোবাইলে ভিডিও রেকর্ডিংও করছেন। ওই রাস্তা যে আমেরিকার অর্থনীতির ভরকেন্দ্র, ভিডিও দেখে কোনও ভাবেই তা বোঝার উপায় নেই। (Indian Baraat at Wall Street)
ওই বিয়েতে গানবাজনার দায়িত্বে থাকা DJ AJ সেই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘৪০০ জনের বরযাত্রী নামিয়ে ওয়াল স্ট্রিট বন্ধ করে দিলাম আমরা। কেউ কখনও ভাবতে পেরেছিলেন? এমন ম্যাজিক জীবনে একবারই ঘটে’।
আমেরিকার রাস্তায় লেহঙ্গা-চোলি, শেরওয়ানি পরে শয়ে শয়ে মানুষ নেমে এসেছেন, একদিকে ঢোল, অন্য দিকে DJ বাজছে, আর তার তালে সকলে হাত তুলে নাচছেন, এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না। ভিডিওটি সামনে আসতেই তাই ভাইরাল হয়ে গিয়েছে।
যদিও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়ছে। একজন লেখেন, ‘নিউ ইয়র্কে ঢোল বাজবে কখনও ভাবতেই পারিনি’। আর একজন লেখেন, ‘ভাবাই যায় না। ৪৫০-এর বেশি অতিথি। পরিকল্পনা করলে কী করে’? যদিও দিনে-দুুপুরে আমেরিকার অর্থনীতির ভরকেন্দ্রকে বিয়েবাড়িতে পরিণত করায় নেতিবাচক প্রতিক্রিয়াও জানিয়েছেন কেউ কেউ। একজন লেখেন, ‘মানুষজনকে বের করে দিচ্ছেন বলে ট্রাম্পকে সত্য়িই দোষ দেওয়া যায় না এর পর’।
আর একজন লেখেন, ‘অনুমতি নিয়েছিলেন কী?’ তৃতীয় এক ব্যক্তি লেখেন, ‘টাকা থাকলেই ক্লাস কেনা যায় না। এতেই বোঝা যায়’। এমনকি ভারতীয়রাই এমন করতে পারেন বলেও মন্তব্য করেন কেউ কেউ।
(Feed Source: abplive.com)
