৪০০ জনের বরযাত্রী, DJ বাজিয়ে তুমুল নাচ, থমকে গেল আমেরিকার ওয়াল স্ট্রিট
নয়াদিল্লি: ভারতীয় পরিবারের বিয়ে মানেই জাঁকজমক। কিন্তু সেই বিয়ের দরুণ থমকে গেল আমেরিকার অর্থনীতির ভরকেন্দ্র। বরযাত্রীর দলে শয়ে শয়ে লোক দেখে, গান-বাজনার আওয়াজ শুনে হতবাক হয়ে দাঁড়িয়ে পড়লেন মানুষজন। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। (Viral Video) সোশ্য়াল মিডিয়ায় যে ভিডিওটি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের ওয়ালস্ট্রিট গানবাজনায় মুখরিত। সেজেগুজে রাস্তায় নেমেছে বরযাত্রীর দল। গানবাজনার তালে চলছে তুমুল নাচ। আর সেই দৃশ্য দেখে রাস্তার দুই পাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে…

