২০১৮ সালের পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধ। বুধবার এই কথাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে অ্যাডহক কমিটি গঠন করে নতুন করে নির্বাচন করারও নির্দেশ দিয়েছে আদালত।
এদিন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানান, ‘নতুনভাবে মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন করতে হবে। এর জন্য একটি অ্যাডহক কমিটি তৈরি করতে হবে। ১ আগস্ট থেকে এই অ্যাডহক কমিটি কাউন্সিলের দায়িত্ব নেবে। নতুন করে নির্বাচন করার জন্য এই কমিটি গঠন করতে হবে। অক্টোবরের মধ্যে নির্বাচন সংগঠিত করতে হবে। নভেম্বরে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের নতুন কমিটি দায়িত্ব নেবে।’ একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটি শুধুমাত্র আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল বা অন্য কোনও বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না।
২০১৮ সালের পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন ঘিরে একাধিক অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে আদালতের দ্বারস্থ হন কিছু চিকিৎসক। মামলাকারীদের বক্তব্য ছিল, খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়নি। চূড়ান্ত ভোটার তালিকায় মৃত চিকিৎসকের নাম রয়ে গিয়েছে। চিকিৎসকদের ব্যালট পেপারহীন ফাঁকা খাম পাঠানো হয়। এই সব অভিযোগের ভিত্তিতে আদালতে মামলা দায়ের হয়। নির্বাচন প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশের নির্দেশ দেয় আদালত। আদালতের স্থগিতাদেশ থাকায় নতুন কোনও কমিটি গঠন করা যায়নি। ফলে আগের কমিটিই কাউন্সিলের দায়িত্ব পালন করে আসছে। আর সেই কমিটির চেয়ারম্যান ছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি।