
কলকাতা: জাতীয় পুরস্কার পেলেন পরিচালক সুদীপ্ত সেন (Sudipta Sen)। ২০২৩ সালের প্রশংসিত এবং বিতর্কিত সিনেমা, ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)-র জন্য জাতীয় পুরস্কার পেলেন সুদীপ্ত। এই সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করেছেন অদাহ্ শর্মা (Adah Sharma)। এই সিনেমার মুক্তি নিয়ে একটা সময়ে দীর্ঘ টানাপোড়েন ছিল। এই ছবি যে যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, সেই প্রেক্ষাগৃহ মালিকেরা হুমকি পর্যন্ত পেয়েছিলেন। তবে ছবিটি দেখেছিলেন বহু মানুষ। আর এবার, জাতীয় মঞ্চে প্রশংসিত ‘দ্য কেরালা স্টোরি’ । তবে কেবল এই একটি পুরস্কারই নয়, ‘দ্য কেরালা স্টোরি’ পেয়েছে আরও একটি জাতীয় পুরস্কার। এই সিনেমার জন্য সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছেন, প্রশান্তনু মহাপাত্র (Prasanthanu Mohapatra)। অর্থাৎ, জোড়া জাতীয় পুরস্কার ‘দ্য কেরালা স্টোরি’ -র পকেটে।
এবারের জাতীয় মঞ্চে জয়জয়াকার বলিউডেরই। ‘শ্যাম বাহাদুর’ (Sam Bahadur) সিনেমার জন্য সেরা রূপটান শিল্পীর পুরস্কার পেলেন শ্রীকান্ত দেশাই (Shrikanth Desai )। সেরা সাউন্ড ডিজাইনিংয়ের জন্য জাতীয় পুরস্কার পেলেন, সচিন সুধাকরন (Sachin Sudhakaran) ও হরিহরণ (Hariharan)। সেরা প্লেব্যাক সিঙ্গারের খেতাব গিয়েছে শিল্পা রাওয়ের মাথায়। ‘জওয়ান’ ছবির ‘ছলিয়া’ গানটির জন্য পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও Premisthunna গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রোহিত। AVGC-র সেরা ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছে ‘হনুমান’ (HanuMan)। ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) সিনেমার জন্য় সেরা পরিচালকের খেতাব জিতে নিয়েছেন, সুদীপ্ত সেন (Sudipto Sen)। সেরা সিনেমার পুরস্কার পেয়েছে টুয়েলভথ ফেল (12th Fail)। সম্পূর্ণভাবে সেরা বিনোদন মূলক সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছে কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Best Popular Film Providing Wholesome Entertainment)। ‘বেবি’ সিনেমাটির জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন, সাই রাজেশ (Sai Rajesh)। ‘পার্কিং’ ছবিটির জন্য পুরস্কার পেয়েছেন, রামকুমার বালাকৃষ্ণন (Ramkumar Balakrishnan)। ‘সির্ফ এক বান্দা কাফি হ্য়ায়’ (Sirf Ek Bandha Kaafi Hai) সিনেমার জন্য দীপক কিংগরানি (Deepak Kingrani) ছিনিয়ে নিয়েছেন সেরা সংলাপ লেখকের খেতাব।
সেরা অভিনেতার খেতাব জিতে নিলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey)। শাহরুখ পুরস্কার পেয়েছেন ‘জওয়ান’ সিনেমাটির জন্য। অন্যদিকে বিক্রান্ত পুরস্কার পেয়েছেন, ‘টুয়েলভথ ফেল’ (12th Fail) সিনেমাটির জন্য। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ (Mrs Chatterjee Versus Norway) সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee)।
(Feed Source: abplive.com)
