জাতীয় পুরস্কার আমায় মনে করাবে সিনেমা শুধু কাজ নয়, পর্দায় সত্যিটা তুলে ধরার দায়িত্ব: শাহরুখ খান
কলকাতা: তাঁর কেরিয়ারে প্রশংসিত, উদযাপিত ছবির সংখ্যা তো কিছু কম নেই। তবু এতদিন অধরা ছিল এই খেতাব। অবশেষে। অবশেষে যেন শাহরুখ প্রেমীরা শান্তি পেল। জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আজ ঘোষণা হল ৭১তম জাতীয় পুরস্কার। আর সেই তালিকায় নাম রইল শাহরুখ খানের। ‘জওয়ান’ (Jawan) ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন তিনি। এই খবর উল্কার গতিতে ছড়িয়ে পড়ে। আবেগে ভাসে সোশ্যাল মিডিয়া। তবে শাহরুখ খানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় ছিলেন সবাই। অবেশেষে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে, জাতীয়…



