জাতীয় পুরস্কার আমায় মনে করাবে সিনেমা শুধু কাজ নয়, পর্দায় সত্যিটা তুলে ধরার দায়িত্ব: শাহরুখ খান

জাতীয় পুরস্কার আমায় মনে করাবে সিনেমা শুধু কাজ নয়, পর্দায় সত্যিটা তুলে ধরার দায়িত্ব: শাহরুখ খান

কলকাতা: তাঁর কেরিয়ারে প্রশংসিত, উদযাপিত ছবির সংখ্যা তো কিছু কম নেই। তবু এতদিন অধরা ছিল এই খেতাব। অবশেষে। অবশেষে যেন শাহরুখ প্রেমীরা শান্তি পেল। জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আজ ঘোষণা হল ৭১তম জাতীয় পুরস্কার। আর সেই তালিকায় নাম রইল শাহরুখ খানের। ‘জওয়ান’ (Jawan) ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন তিনি। এই খবর উল্কার গতিতে ছড়িয়ে পড়ে। আবেগে ভাসে সোশ্যাল মিডিয়া। তবে শাহরুখ খানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় ছিলেন সবাই। অবেশেষে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে, জাতীয় পুরস্কার পাওয়ার জন্য নিজের প্রতিক্রিয়া শেয়ার করে নিলেন শাহরুখ খান। কী বললেন তিনি?

শাহরুখ বলছেন, ‘নমস্কার, আদাব। এটা বলার প্রয়োজন নেই যে আমি ধন্য, আপ্লুত এবং গর্বিত। জাতীয় পুরস্কার পাওয়ার মুহূর্তটা আমি চিরকালের জন্য উপভোগ করব। জুরি, চেয়ারম্যান, সমস্ত বিচারক আর সেই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাব, যাঁরা মনে করেছেন, আমি এই সম্মানটার যোগ্য। বিশেষ করে ২০২৩ সালে আমি যে সমস্ত পরিচালক ও লেখকের সঙ্গে কাজ করেছি, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ রাজু স্যার, ধন্যবাদ সিড আর বিশেষ করে অ্যাটলি স্যার আর তাঁর টিমকে ধন্যবাদ আমায় ‘জওয়ান’ (Jawan) ছবিটায় সুযোগ করে দেওয়ার জন্য। আমার ওপর বিশ্বাস রাখা যে আমি এই অভিনয়টা করতে পারব। অ্যাটলি স্যার.. আপনি যেমন বলেন.. মাস..। আমার টিম এবং ম্যানেজমেন্টকেও ধন্যবাদ যাঁরা প্রতিনিয়ত আমার সঙ্গে কাজ করেন। তাঁরা আমায় সহ্য করেন। আমার অধৈর্য্য স্বভাব, আমার যা যা খামতি, সব সহ্য করেও তাঁরা সম্পূর্ণ মন আমার ওপরেই রাখেন আর আমি যেমন, তার থেকে অনেক বেশি সুন্দরভাবে আমায় দর্শকদের সামনে তুলে ধরেন। এই ভিডিওর ক্ষেত্রেও। ভালবাসা ছাড়া, এই পুরস্কার পাওয়া সম্ভব চিল না। আমার জন্য যে যা যা করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।’

শাহরুখ আরও বলেন, ‘আমার স্ত্রী এবং ছেলে মেয়েরা, যাঁরা এত বছর ধরে আমায় এত ভালবাসা দিয়েছেন, এত যত্নে রেখেছেন যে আমার মনে হয়, বাড়ির মধ্যে আমিই বাচ্চা। তাঁরা সবাই আমার জন্য সেটাই চেয়েছেন, যেটা আমার জন্য সবচেয়ে ভাল। ওঁরা সিনেমা নিয়ে আমার পাগলামিটা জানেন, সেটা ওঁদের থেকে আমায় দূরেও করে দেয়। কিন্তু ওঁরা হাসি মুখে সবটা সহ্য করেন, আর আমি যেমন আমায় তেমনভাবেই থাকতে সাহায্য করেন। তার জন্য অনেক ধন্যবাদ। একটা জাতীয় পুরস্কার কেবল একটা প্রাপ্তি নয়, এটা আমায় মনে করিয়ে দেওয়া যে আমি যেটা করি, সেটা গুরুত্বপূর্ণ। এই সম্মান আমায় বোঝায়, এগিয়ে যাও, কঠিন পরিশ্রম করে যাও,  নতুন কিছু করতে থাকো আর সিনেমায় নিজের অবদান রাখতে থাকো। এই চিৎকার চেঁচামেচির পৃথিবীতে, এই পুরস্কার আমার কাছে আশীর্বাদ। কথা দিচ্ছি, এই পুরস্কার আমার কাজের পরিধি নয়, বরং আরও শেখা আর আরও ফেরত দেব, সবসময়। এই পুরস্কার আমায় মনে করায় যে, অভিনয় শুধু একটা কাজ নয়, এটা একটা দায়িত্ব। পর্দায় সত্যিটাকে তুলে ধরার দায়িত্ব। সবার ভালবাসার কাছে আমি নতশীর। এই সম্মানের জন্য ভারত সরকারকে অনেক অনেক ধন্যবাদ। শেষমেষ, আমার অনুরাগীদের জন্য… সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। তোমরা যে যা কাজ করছো, তার মধ্যে থেকে আমার কাজ দেখার জন্য তোমাদের যে ইচ্ছা, তার জন্য ধন্যবাদ। তোমাদের সবাইকে ভালবাসা। আমি আমার হাত ছড়িয়ে ভালবাসা তোমাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, কিন্তু সেটা আমার পক্ষে এখন সম্ভব নয়। তবে চিন্তা করবেন না। পপকর্ন তৈরি রাখুন। আমি আবার থিয়েটারে ফিরছি। ততদিন পর্যন্ত.. এক হাতেই বলছি… রেডি..’

প্রসঙ্গত, সদ্যই ‘কিংগ’ ছবির শ্যুটিং করতে গিয়ে শাহরুখের একটি পুরনো চোটে ফেল লেগে যায়। এর চিকিৎসা করানোর জন্যই লন্ডনে উঠে গিয়েছিলেন শাহরুখ খান। সেই কারণেই আপাতত বন্ধ রয়েছে ছবির শ্যুটিং। বিশ্রামে রয়েছেন শাহরুখ। এদিনের ভিডিওতে তাঁকে দেখা গেল, তিনি ডান কাঁধে ও হাতে অর্থোপেটিক ব্যাগ নিয়ে রয়েছেন।

(Feed Source: abplive.com)