Rani Mukherjee at National Award: মেয়েকে কেন জাতীয় পুরষ্কারে আনার অনুমতি দেওয়া হয়নি জানালেন রানি, ‘আমাদের বলা হয়েছিল..’
Rani Mukherjee at National Award: “মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে” ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে রানি তাঁর মেয়ে আদিরার নাম খোদাই করা একটি লকেট পরেছিলেন। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে ছবিতে। এই সপ্তাহের শুরুতে রানি মুখোপাধ্যায় জাতীয় পুরস্কার পেয়েছেন। “মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে” ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে রানি তাঁর মেয়ে আদিরার নাম খোদাই করা একটি লকেট পরেছিলেন। রানির গলার হার সকলের দৃষ্টি আকর্ষণ করলেও…






