ইউরোপের মাটিতে বাংলা বলার একমাত্র সঙ্গী ছিলেন রানি: অনির্বাণ
কলকাতা: ঘটনার সূত্রপাত ২০২১ সালে। নির্বাচনের সময়। কলকাতা ছেড়ে অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) যাচ্ছিলেন মেদিনীপুরের বাড়িতে। হঠাৎ মুম্বই থেকে ফোন। পরিচালক অসীমা ছিব্বড় (Ashima Chibbar) কথা বলতে চান। এরপর দামিনী বসুর ফোন.. ‘কথা বলে নিস ঠিক করে…’। পরেরদিন সকালে ফোন করলেন অসীমা নিজেই। অনির্বাণকে বললেন, ‘একটা ছবি করছি। তোমায় গল্পটা শোনাতে চাই।’ একটা জুম কল দিয়ে প্রথম শুরু হয়েছিল নরওয়ে সফরের গল্পের। তারপর? ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ (Mrs Chatterjee Vs Norway)-র মুক্তির পরে এবিপি লাইভের (ABP Live)-এর সঙ্গে বলিউড…