
কলকাতা: ‘ধূমকেতু’ (Dhumketu) মুক্তি পেয়েছে মাত্র ২ দিন হল। আর এর মধ্যেই রেকর্ড গড়ে ফেলেছে এই সিনেমা। দলে দলে মানুষ হল ভরাচ্ছেন, প্রযোজক জানাচ্ছেন, দেব-শুভশ্রী ১০ বছর পরে পর্দায় ফিরে ইতিমধ্যেই উপার্জনের খাতায় তুলে নিয়েছেন ২ কোটিরও বেশি টাকা। এমন ওপেনিং বহুদিন দেখেনি বাংলা ছবি। দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) অভিনীত এখনও পর্যন্ত শেষ সিনেমা ‘ধূমকেতু’ দর্শকদের মন ছুঁয়েছে। প্রশংসায় উচ্ছ্বসিত সবাই। তবে পাশাপাশি, সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে, একাধিক মিম। দেব আর তাঁর প্রাক্তন প্রেমিকা শুভশ্রীকে ফের পাশাপাশি দেখে নাকি খুশি নন দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সেই কারণেই তিনি নাকি সোশ্যাল মিডিয়াতেও ছবিকে শুভেচ্ছা জানিয়ে কোনও পোস্ট করেননি। আসল ঘটনা কী? আজ একটি গয়নার শো-রুমের উদ্বোধনে এসে এই বিষয় নিয়ে মুখ খুললেন রুক্মিনী।
এর আগে, দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখার পরে, সোশ্যাল মিডিয়ায় রাজ ও রুক্মিণীকে নিয়ে কদর্য আক্রমণ শুরু হয়েছিল। এই বিষয়ে দেব বলেছিলেন, ‘রুক্মিণী রাজ ভীষণ পরিণতভাবে বিষয়টা সামলাচ্ছেন। ওঁরা ২ জনেই সিনেমাটাকে ভীষণভাবে সমর্থন করছেন। তবুও আমি রাজ, শুভশ্রী আর রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ আজ এই প্রসঙ্গে রুক্মিণী সোজাসাপ্টা জবাব দেন, ‘দেব-কে কোনোদিন ও আমার কাছে ক্ষমা চাইতে হবে না।’
এখানেই শেষ নয়, রুক্মিণী আরও বলেন, ‘যতক্ষণ সিনেমাটা হিট হচ্ছে,ততক্ষণ সব ঠিক আছে। যে কেউ আমাদের নিয়ে কথা বলতে পারেন। মজা করতে পারেন। তবে কেউ যদি মনে করেন, সত্যিই আমি দেব আর শুভশ্রীকে একসঙ্গে দেখে কষ্ট পেয়েছি, তাহলে তাঁরা মানসিকভাবে অনেকটা পিছিয়ে রয়েছেন। দু জন প্রফেশনাল মানুষ একসঙ্গে ছবির প্রচার করবেন এটাই তো স্বাভাবিক। তাতে কারোর কেন কোনও সমস্যা থাকবে? কাদের মধ্যে কী ব্যক্তিগত সমীকরণ ছিল সেটা তাঁদের ব্যাপার। ২০২৫ সালে দাঁড়িয়ে, এত বছর প্রফেশনালি কাজ করে যদি এই প্রশ্নগুলো শুনতে হয়, তাহলে আমরা জীবনে অনেকটা পিছিয়ে যাব।’
প্রসঙ্গত, ছবি মুক্তির আগের দিন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে নৈহাটির বড়মা-র মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দেব। সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও। সেখানে গিয়ে দেব বাবা, মা ও বোনের সঙ্গে সঙ্গে রুক্মিণী মৈত্রের নামেও পুজো দেন।
(Feed Source: abplive.com)
