ফ্যাসিবাদ বিরোধী, অতি বামপন্থী গোষ্ঠীকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণা ট্রাম্পের, চার্লি কার্ক হত্যার জের!

ফ্যাসিবাদ বিরোধী, অতি বামপন্থী গোষ্ঠীকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণা ট্রাম্পের, চার্লি কার্ক হত্যার জের!

ওয়াশিংটন: দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যায় সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বে। তাঁর মতাদর্শের সঙ্গে একমত না হলেও, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন সকলেই। আর সেই আবহেই অতিবামপন্থীদের Antifa-কে জঙ্গি সংগঠন ঘোষণার সিদ্ধান্ত নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিবামপন্থী, ফ্যাসিবাদ বিরোধী সংগঠনগুলি একত্রে Antifa হিসেবে পরিচিত. (Antifa Terrorist Organisation)

সোশ্যাল মিডিয়ায় Antifa-কে জঙ্গি সংগঠন ঘোষণার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি লেখেন, ‘আমেরিকার দেশপ্রেমীদের জন্য সুখবর, অসুস্থ, বিপজ্জনক, চরম বামপন্থী বিপর্যয়, ANTIFA-কে জঙ্গি সংগঠন ঘোষণা করছি আমি। যে বা যাঁরা ANTIFA-কে আর্থিক মদত জোগাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিচ্ছি’। (Donald Trump)

Anti-facist অর্থাৎ ফ্যাসিবিরোধিতার সংক্ষিপ্ত রূপ হল Antifa. ছড়িয়ে ছিটিয়ে থাকা অতিবামপন্থী সংগঠনগুলিকে বোঝাতেই এই শব্দবন্ধ ব্যবহৃত হয়। এটি কোনও একটি সংগঠন নয়, বরং অতিবামপন্থী, চরমপন্থী সংগঠনগুলিকে একত্রে Antifa বলা হয়। মূলত ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদের বিরোধিতা করে এই সংগঠনগুলি, প্রতিবাদ, আন্দোলন চালায়। তবে কোনও নির্দিষ্ট কাঠামো বা নেতৃত্ব নেই। ফলে Antifa-কে জঙ্গি সংগঠন ঘোষণা করা হবে কী ভাবে, তা নিয়ে ধন্দ ছড়িয়েছে। কী প্রক্রিয়ায় Antifa-কে জঙ্গি সংগঠন ঘোষণা করা হবে, এখনও পর্যন্ত তা নিয়ে কিছু জানায়নি হোয়াইট হাউস।

কর্তৃত্ববাদী, অতি-জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শকেই ফ্যাসিবাদ বলা হয়। মূলত চরম ডানপন্থী সংগঠন, তাদের স্বৈরাচারী নেতা, যাঁরা রাজনৈতিক বিরোধিতা এবং নাগরিক আন্দোলন প্রতিহত করতে সেনাকে ব্যবহার করেন, তাঁদের ফ্যাসিবাদী বলা হয়। জার্মানির অ্যাডল্ফ হিটলার, ইতালির বেনিতো মুসোলিনিকে ফ্যাসিবাদী বলা হয়। এই ফ্য়াসিবাদ এবং ফ্যাসিবাদী বিরোধী সংগঠন হিসেবেই পরিচিত Antifa. ২০২০ সালে তদানীন্তন ট্রাম্প সরকারের FBI ডিরেক্টর ক্রিস্টোফার রে জানিয়েছিলেন, Antifa কোনও সংগঠন নয়, বরং একটি আদর্শ। কোনও শ্রেণি কাঠামো নেই, যাতে সরকারি ভাবে তাদের জঙ্গি সংগঠন ঘোষণা করা যায়। 

তবে ট্রাম্পের এই ঘোষণার প্রশংসা করেছেন সেনেটর বিল ক্যাসিডি। তিনি জানান, Antifa হিংসা, নৈরাজ্য সৃষ্টিতে উস্কানি দেয়। চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার জানান, শেষ বার যখন চার্লি কার্কের সঙ্গে কথা হয় তাঁর, তাতে বামপন্থী সংগঠনগুলিকে হিংসার জন্য দায়ী করেন তিনি। ওই সংগঠনগুলির বিরুদ্ধে একজোট হওয়ার কথা বলেন। এবার সরাসরি ওই গোষ্ঠীকে জঙ্গি সংগঠন ঘোষণা করলেন ট্রাম্প।

(Feed Source: abplive.com)