ফ্যাসিবাদ বিরোধী, অতি বামপন্থী গোষ্ঠীকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণা ট্রাম্পের, চার্লি কার্ক হত্যার জের!
ওয়াশিংটন: দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যায় সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বে। তাঁর মতাদর্শের সঙ্গে একমত না হলেও, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন সকলেই। আর সেই আবহেই অতিবামপন্থীদের Antifa-কে জঙ্গি সংগঠন ঘোষণার সিদ্ধান্ত নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিবামপন্থী, ফ্যাসিবাদ বিরোধী সংগঠনগুলি একত্রে Antifa হিসেবে পরিচিত. (Antifa Terrorist Organisation) সোশ্যাল মিডিয়ায় Antifa-কে জঙ্গি সংগঠন ঘোষণার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি লেখেন, ‘আমেরিকার দেশপ্রেমীদের জন্য সুখবর, অসুস্থ, বিপজ্জনক, চরম বামপন্থী বিপর্যয়, ANTIFA-কে জঙ্গি সংগঠন ঘোষণা করছি আমি। যে বা যাঁরা ANTIFA-কে…


