
SIR in West Bengal:প্রশিক্ষণের পাশাপাশি কমিশনের নির্দেশে ভোটারদের সাহায্য করতে এবার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। শিক্ষক বা সরকারি দফতরে স্থায়ীভাবে কর্মরত কর্মীদের এই পদে নিয়োগ করবে।
মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন
কলকাতা : ১ নভেম্বর থেকে বাংলায় শুরু হতে চলেছে এসআইআর, খবর নির্বাচন কমিশন সূত্রে। ৩ মাসে শেষ করা হবে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন। বাংলা ছাড়াও আগামী বছর নির্বাচনমুখী রাজ্যগুলি এবং আরও কিছু রাজ্যে শুরু হবে এসআইআর। ১০-১৫টি রাজ্যে এই দফায় এসআইআর করাতে পারে কমিশন। আগামী সপ্তাহের গোড়াতেই জারি হবে নোটিফিকেশন।
তার আগে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে সোমবার থেকেই জেলায় জেলায় বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ চলবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। এই প্রশিক্ষণ চলবে দু’দিনের।
প্রশিক্ষণের পাশাপাশি কমিশনের নির্দেশে ভোটারদের সাহায্য করতে এবার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। শিক্ষক বা সরকারি দফতরে স্থায়ীভাবে কর্মরত কর্মীদের এই পদে নিয়োগ করবে।
(Feed Source: news18.com)
