দীর্ঘদিন পরে ছোটপর্দায় নতুন চরিত্র নিয়ে ফিরছেন সৌমিতৃষা? মুখ খুললেন ‘মিঠাই’

দীর্ঘদিন পরে ছোটপর্দায় নতুন চরিত্র নিয়ে ফিরছেন সৌমিতৃষা? মুখ খুললেন ‘মিঠাই’

কলকাতা: সদ্য গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি, আক্রান্ত হয়েছিলেন ম্যালেরিয়ায় (Malaria)। সমস্যা এতটাই যে, হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)-কে। বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পরে, সদ্য বাড়ি ফিরেছেন তিনি। তবে আপাতত বিশ্রামে থাকতে হয়েছিল অভিনেত্রীতে। ম্যালেরিয়া প্রভাব ফেলেছিল অভিনেত্রীর লিভারে। হয়েছিল শ্বাসকষ্টের মতো সমস্যাও। হাসপাতাল থেকে ফিরলেও, বেশ দূর্বল অভিনেত্রী। বাড়িতেই বিশ্রামে থাকতে হচ্ছে এখন। তবে ইতিমধ্যেই শোনা গেল, তিনি নাকি ধারাবাহিকে ফিরছেন?

ছোটপর্দায় সৌমিতৃষার অনুরাগীদের সংখ্যা কার্যত অগুণতি। তাঁর অভিনীত ‘মিঠাই’ চরিত্র এখনও ঝলমলে দর্শকদের মনে। ‘মিঠাই’ ধারাবাহিক ছোটপর্দায় ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল, চলেওছিল দীর্ঘদিন। ‘মিঠাই’-এর মিষ্টত্বের সঙ্গে যেন মিলেমিশে গিয়েছিল সৌমিতৃষার ব্যক্তিত্ব। এরপরে, বড়পর্দাতেও পা রেখেছেন সৌমিতৃষা। দেবের বিপরীতে অভিনয় করেছেন ‘প্রধান’ ছবিতে। ছোটপর্দার ‘মিঠাই’-এর বড়পর্দার সফর ও বেশ জনপ্রিয় হয়েছিল। অনুরাগীদের প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী। এরপরে, ‘কালরাত্রি’ ওয়েব সিরিজেরও মুখ্যভূমিকায় অভিনয় করেছেন সৌমিতৃষা। সিরিজের প্রথম এপিসোড শেষ হয়েছিল অনেক রহস্য রেখেই। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই সিরিজের দ্বিতীয় ভাগের জন্য। তাঁদের জন্য সুখবর এই যে, ‘কালরাত্রি’-র শ্যুটিং ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন সৌমিতৃষা। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে নতুন সিজন।

তবে এরমধ্যেই খবর ছড়িয়ে পড়ে, দীর্ঘদিন পরে নাকি ছোটপর্দায় ফিরছেন সৌমিতৃষা। তাঁকে নিয়ে গল্প লিখছেন লীনা গঙ্গোপাধ্যায়। সত্যিই কী তাই? দীর্ঘদিন পরে নতুন চরিত্র নিয়ে ফিরছেন ছোটপর্দার ‘মিঠাইরানি’? এবিপি লাইভের তরফ থেকে এই বিষয়ে সৌমিতৃষার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান, গোটা খবরটাই ভুয়ো। তাঁর সঙ্গে কোনও ধারাবাহিকের কোনও কথা হয়নি। কোনও চ্যানেলের গল্পে রাজি ও হননি তিনি। ফলে এই খবর একেবারেই ভিত্তিহীন। পাশাপাশি সৌমিতৃষা জানান, তিনি আপাতত অসুস্থ, ফলে পুরোদমে কাজ শুরু করতে পারছেন না। অভিনেত্রীকে আরও কিছুটা বিশ্রাম নিতে হবে। সৌমিতৃষা জানিয়েছেন, তিনি যখনই নতুন কোনও কাজের সঙ্গে যুক্ত হবেন, সেই কথা অবশ্যই জানাবেন তাঁর অনুরাগীদের।

এর আগে, নিজের স্বাস্থ্যের খবর দিতে গিয়ে, এবিপি লাইভ বাংলাকে সৌমিতৃষা জানিয়েছিলেন, ম্যালেরিয়া তাঁর লিভারে বড়সড় প্রভাব ফেলেছে। তাঁর sgpt 416, যেটা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। সৌমিতৃষা জানিয়েছেন, ম্যালেরিয়ার সঙ্গে তাঁর শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যাও হচ্ছিল। সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। পরিস্থিতি যাতে আরও গুরুতর না হয়, সেই কারণেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিতৃষা।

(Feed Source: abplive.com)