
India vs South Africa t20 squad: এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ দল থেকে বাদ পড়তে চলেছেন তিন তারকা ক্রিকেটার। ৯ থেকে ১৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত।
বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ দল থেকে বাদ পড়তে চলেছেন তিন তারকা ক্রিকেটার। ৯ থেকে ১৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। Image: AP
ওই সিরিজে চোটের জন্য খেলতে পারবেন না সহ-অধিনায়ক শুভমন গিল। সেই সঙ্গে দলে হয়তো সুযোগ পাবেন না যশস্বী জায়সওয়াল। গত দেড় বছর ধরে জায়সওয়াল টি২০ আন্তর্জাতিকের বাইরে। মাত্র ২৩টি টি২০ ম্যাচ খেলে ৭২৩ রান করেছেন জশস্বী। যদিও সুযোগ পাচ্ছেন না আর।
তবে গিলের বদলে সঞ্জুরই খেলার সম্ভাবনা বেশি। ওপেনিংয়ে অভিষেকের সঙ্গে সফল সঞ্জুই। উইকেট কিপার ব্যাটার হিসাবে দেখা যেতে পারে পন্থকেও, সেই ক্ষেত্রে দল থেকে বাদ যেতে পারেন জিতেশ শর্মা।
অন্য দিকে, এশিয়া কাপে চোট পেয়েছিলেন পান্ডিয়া। হার্দিকের ফেরার সম্ভাবনা কম। তবে দলে সুযোগ পেতে পারেন নীতীশ রেড্ডি। তবে ফাস্ট বোলার অলরাউন্ডার হিসাবে শিবম দুবে দলে থাকছেন।
এছাড়াও দলে থাকছেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। স্পিন বোলার অলরাউন্ডার হিসাবে দলে থাকতে পারেন ওয়াশিংটন সুন্দরও। জোরে বোলার হিসাবে দলে থাকবেন বুমরা, অর্শদীপ এবং হর্ষিত রানা।
(Feed Source: news18.com)
