গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে বেশ কিছু টেকনিশিয়ান নিয়োগ, শূন্যপদ আরও বেশ কিছু ক্ষেত্রে

গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে বেশ কিছু টেকনিশিয়ান নিয়োগ,  শূন্যপদ আরও বেশ কিছু ক্ষেত্রে

শূন্যপদ কোথায় কত

সুপার ভাইজার (এস-১) ৫৮, ইনফর্মেশন টেকনোলজি (আইটি) ১, ফিনান্স ১, লিগাল ১, ইঞ্জিন টেকনিশিয়ান(এস১)- মেকানিকাল ৫ ও ইলেকট্রিক্যাল ৩।

 সুপারভাইজার কোথায় কত

সুপারভাইজার কোথায় কত

মেকানিক্যাল ৯, ইলেকট্রিক্যাল ৬, পেন্ট টেকনোলজি ১, সিভিল ১, ন্যাথাল আর্কিটেকচার ৩, ইনফর্মেশন টেকনোলজি ১, অ্যাডমিন অ্যান্ড এইচআর ৪, মেটেরিয়াল ম্যানেজমেন্ট ১, ফার্মেসি ৪। ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (এস ১) মেকানিক্যাল ৮, ইলেকট্রিক্যাল ৬ ও সিভিল ৩।

আবেদনের কীভাবে

আবেদনের কীভাবে

https://grse.in/-এ কিংবা https://jobapply.in/grse2022/-এ গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। প্রার্থীর বৈঠ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। ৭ জুলাই থেকে ২৮ জুলাইয়ের মধ্যে
আবেদন করা যাবে।

আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে হবে

আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে হবে

আবেদন করার আগে নিচের লিঙ্কে গিয়ে পুরো বিষয়টি ভাল করে জেনে নিতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করতে কোনও ফি দিতে হবে না। কিন্তু অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৪৭১ টাকা ফি
হিসেবে দিতে হবে।
https://jobapply.in/GRSE2022HRSUP1/HowToApply.pdf