প্রথম টি ২০ তে ব্যাটে, বলে নায়ক হার্দিক ! একাই শেষ করলেন ইংরেজদের

প্রথম টি ২০ তে ব্যাটে, বলে নায়ক হার্দিক ! একাই শেষ করলেন ইংরেজদের

ভারত জয়ী ৫০ রানে

#লন্ডন: রোহিত শর্মা সুস্থ হয়ে দলে ফিরে আসা মানে, শুধু একজন ভাল ক্রিকেটার নয়, সৌভাগ্য বহন করে আনার প্রতীক। ভারতের অধিনায়ক হিসেবে রোহিত অত্যন্ত লাকি, সেটা আবার পরিষ্কার হয়ে গেল ভারত টস জিতে ব্যাট করছে দেখে। প্রথম ইনিংসে ভারত যে রান তুলেছিল, সেটা নিশ্চিতভাবে ভারতীয়
ড্রেসিংরুমকে সম্পূর্ণরূপে খুশি করার পক্ষে যথেষ্ট ছিল না।

কারণ যেভাবে শুরু করেছিল ভারত ২১৫ কম করে হওয়া উচিত ছিল। ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটিং লাইন আপ এই রান তাড়া করে জিততে পারে সেটা পরিষ্কার ছিল। কিন্তু ভুবনেশ্বর কুমার যেভাবে নতুন বল মুভ করানো শুরু করলেন, তাতে পরিষ্কার হয়ে গেল ইংল্যান্ডের পক্ষে ১৯৯ তাড়া করা জলের মতো হবে না।

জস বাটলারকে শূন্য রানে বোল্ড করলেন ভুবি। স্বপ্নের ইনসুইং স্টাম্প নাড়িয়ে দিল ইংল্যান্ড অধিনায়কের। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া অর্শদীপ নিজের প্রথম ওভারে চমৎকার নিয়ন্ত্রন দেখালেন। মালান কাউন্টার আক্রমণ শুরু করেছিলেন। কিন্তু হার্দিক পান্ডিয়ার লেন্থ বলে বোল্ড হলেন। একই ওভারে লিভিংস্টোনকে ফিরিয়ে দিলেন হার্দিক।

জেসন রয়কেও তুলে নিলেন হার্দিক। পাওয়ার প্লের শেষে ইংল্যান্ডের রান ছিল ৩২/৩। কিন্তু এরপর ব্রুক এবং মইন আলি মিলে খেলাটা ধরে ফেলেন। দুজনের পার্টনারশিপ ৫০ রান পার করল। ১০ ওভার শেষে ইংল্যান্ডের রান ছিল ৭২/৪। শেষ পর্যন্ত চাহাল আউট করলেন ব্রুককে (২৮)। ১২.৩ ওভারে ১০০ পার করল ইংল্যান্ড। চাহাল ক্রমশ ভয়ংকর হয়ে ওঠা মইন আলিকে (৩৬) ফিরিয়ে দিলেন।

স্টাম্প করলেন কার্তিক। এই জায়গা থেকে খেলাটা পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে আসে। ইংল্যান্ডের একমাত্র ভরসা বলতে ছিলেন স্যাম কারান। তবে আজ ভারতের ফিল্ডিং কিন্তু জঘন্য ছিল। কার্তিক, সূর্য কুমার সহজ ক্যাচ ফেললেন। কিন্তু আজ দিনটা ছিল হার্দিক পান্ডিয়ার।

ব্যাট হাতে ৫১ করার পর বল হাতে নিলেন চার উইকেট। বুঝিয়ে দিলেন তাকে নিয়ে আর দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আইপিএলের দুর্দান্ত ছন্দ ভারতের জার্সিতেও দেখাচ্ছেন হার্দিক পান্ডিয়া। সঠিক সময়ে জেগে উঠেছেন ভারতের অলরাউন্ডার। বলের গতির পরিবর্তন ঘটালেন, শর্ট বলে ইংলিশ ব্যাটসম্যানদের কাজটা কঠিন করলেন। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা হার্দিক পান্ডিয়া। আর্শদীপ নিলেন দুটি উইকেট।

Published by:Rohan Chowdhury

(Source: news18.com)