Salman Khan : বলিউডের ভাইজান তিনি। সেই সলমান খান একটি বড় মাইলফলকের দিকে এগোচ্ছেন। ২৭ ডিসেম্বর ৬০ বছরে পা দেবেন তিনি। আর মাত্র ছদিন বাকি। এরই মধ্যে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় নিজের বয়সের কথা মনে করিয়ে দিলেন!
মুম্বই : বলিউডের ভাইজান তিনি। সেই সলমান খান একটি বড় মাইলফলকের দিকে এগোচ্ছেন। ২৭ ডিসেম্বর ৬০ বছরে পা দেবেন তিনি। আর মাত্র ছদিন বাকি। এরই মধ্যে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় নিজের বয়সের কথা মনে করিয়ে দিলেন! আর তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, এই বয়সেও তিনি যে ফিট রয়েছেন, সেটাই দেখালেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে সলমানকে তাঁর নিজস্ব জিমে দেখা যাচ্ছে। তিনি কালো ভেস্ট এবং নীল শর্টস পরে আছেন। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি নিজের ফিট বডি প্রদর্শন করছেন। ক্লিন-শেভ লুক এবং বয়সকে চ্যালেঞ্জ জানানো শরীর নজর কেড়েছে সবার।
ছবিগুলোর সঙ্গে মজার ছলে তিনি লিখেছেন, “আমি চাই, ৬০ বছর বয়সে যেন আমি এমনই দেখাই! আর মাত্র ৬ দিন বাকি..।”
সেই পোস্ট মুহূর্তের মধ্যেই প্রশংসায় ভরে ওঠে। সংগীতা বিজলানি মন্তব্য করেন, “তুমি সত্যিই এমনই দেখাচ্ছো, আর চিরকাল এমনই দেখাবে।” একতা কাপুর লেখেন, “৪৫ বছর বয়সেও আপনি দারুণ স্যর।” বিন্দু দারা সিং যোগ করেন, “দেখতে দারুণ লাগছে ব্রো।”
ভক্তরাও কম উৎসাহী ছিলেন না। একজন ভক্ত তাঁকে “ফিটনেস আইকন” বলে আখ্যা দেন। আরেকজন লেখেন, “আগাম জন্মদিনের শুভেচ্ছা ভাইজান।” এক ভক্ত মন্তব্য করেন, “ভাইজান, আপনাকে ভীষণ সুদর্শন আর ফিট দেখাচ্ছে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। বড় দিনের জন্য আগাম শুভেচ্ছা।”
(Feed Source: news18.com)