Salman Khan’s 60th Birthday Party: আজ থেকে সিনিয়র সিটিজেন ভাইজান! জন্মদিনে আচমকাই মাহি ভাই শব্দব্রহ্ম, ভিডিয়ো ভাইরাল…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৬ ডিসেম্বরকে দ্রুত পিছনে ফেলে ঘড়ির কাঁটা ২৭ ডিসেম্বরের মধ্যরাত ছুঁতেই, সলমান খানের পানভেলের ফার্মহাউজে (Salman Khan’s Panvel farmhouse) শুরু হল সেলিব্রেশন। ক্যালেন্ডার বলছে আজ ‘কিসি কা ভাই কিসি কি জান’ -এর আবির্ভাব দিবস। মানে ‘ফুরফুরে এক রোদের জন্মদিন’! প্রতিবারের মতোই এবারও সলমানের ফার্মহাউজে তাঁর বার্থ-ডে পার্টি। তবে এবারের আয়োজন ছিল আরও বিশেষ। বলিউডের ভাইজান ৬০ বছরে পা দিলেন। আজ থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে ‘সিনিয়র সিটিজেন’! উদযাপন নীরবে হলেও তারকার দ্যুতিতে ছিল চোখ ধাঁধানো।…

